Inqilab Logo

বুধবার , ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯, ০৬ রমজান ১৪৪৪ হিজরী

সুনামি আক্রান্ত টোঙ্গায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২২, ৫:৫৮ পিএম

প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গার হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হা'আপাই আগ্নেয়গিরিতে শনিবার অগ্ন্যুতপাতের কারণে পাঁচ থেকে দশ মিটার উঁচু সুনামি ঢেউ তৈরি হয়েছিল বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী৷ এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷

অস্ট্রেলিয়ায় নিযুক্ত টোঙ্গার ডেপুটি হেড অফ মিশন কার্টিস টু'ইহালাঙ্গিঙ্গি মঙ্গলবার জানান, সুনামির কারণে ১৬৯টি দ্বীপের দেশ টোঙ্গার ছোট দ্বীপগুলোতে অনেক ক্ষতি সাধন হয়েছে৷ তিনি বলেন, নিউজিল্যান্ড ডিফেন্স ফোর্সের তোলা ছবিতে দেখা গেছে ম্যাঙ্গো দ্বীপের একটি পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে৷ পাশের আটাটা দ্বীপের অনেক ভবন ভেঙে গেছে৷ ‘‘সম্ভবত সেখানে আরও মৃত্যুর খবর পাওয়া যেতে পারে,’’ রয়টার্সকে বলেন তিনি৷

আটাটা দ্বীপে প্রায় ১০০ জন ও ম্যাঙ্গো দ্বীপে প্রায় ৫০ জন মানুষ বাস করেন৷ হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হা'আপাই আগ্নেয়গিরি থেকে আটাটা ও ম্যাঙ্গো দ্বীপের দূরত্ব যথাক্রমে প্রায় ৫০ ও ৭০ কিলোমিটার৷

শনিবার ঐ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের শব্দ প্রায় দুই হাজার ৩০০ কিলোমিটার দূরের নিউজিল্যান্ড থেকেও শোনা গেছে৷

টোঙ্গার নিউজিল্যান্ড হাইকমিশন দেশটির মূল দ্বীপ টোঙ্গাটাপুতে ক্ষয়ক্ষতির খবর দিয়েছে৷ ঐ দ্বীপেই টোঙ্গার রাজধানী নুকুআলোফা অবস্থিত৷ সেখানে অনেক রিসোর্ট রয়েছে৷ জাতিসংঘ বলছে, কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া ছবিতে দেখা গেছে টোঙ্গাটাপুর পশ্চিম উপকূলে অনেক ঘরবাড়ি ও রিসোর্ট ভেঙে গেছে৷

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সাগরের নীচে থাকা ক্যাবল কেটে যাওয়ায় টোঙ্গা প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ অগ্ন্যুৎপাতের ছাইয়ের কারণে বিমানবন্দরেও প্লেন নামতে পারছে না৷ অস্ট্রেলিয়ার প্যাসিফিক মন্ত্রী জেড সেসেলিয়া আশা করছেন বিমানবন্দর হয়ত বুধবার চালু হতে পারে৷

বিমানবন্দর চালু না থাকায় এবং যোগাযোগে সমস্যা হওয়ায় উদ্ধার তৎপরতা চালাতে সমস্যা হচ্ছে৷ সুনামির আঘাতে ৫০ বছর বয়সি ব্রিটিশ নাগরিক অ্যাঞ্জেলা গ্লোভার প্রাণ হারিয়েছেন৷ সেই সময় তিনি তার স্বামীর সঙ্গে গড়ে তোলা কুকুরদের একটি আশ্রয়কেন্দ্রের কুকুরদের রক্ষা করার চেষ্টা করছিলেন৷ সূত্র: রয়টার্স, এএফপি। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুনামি

২১ মার্চ, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ