Inqilab Logo

শনিবার , ৩ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৩ যিলক্বদ ১৪৪৪ হিজরী

কোচে নজর বক্সিংয়ের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২২, ৮:৩২ পিএম

আন্তর্জাতিক পরিম-লে কোন বিচারক নেই বাংলাদেশ বক্সিংয়ের। বিগত সময়ে এই দিকে কেউই নজর দেননি। ফলে পরিচিতির অভাবে ভাল খেলেও নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমস থেকে রৌপ্যপদক নিয়ে ফিরতে হয়েছে লাল-সবুজের কৃতি বক্সার মো. রবিনকে। কোচের সংখ্যাও নিতান্তই কম। তাই এবার বিচারক ও কোচ তৈরীতে মনযোগী হয়েছে বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন। দেশের বিভিন্ন জেলার ৩৫ জন প্রশিক্ষণার্থীদের নিয়ে সোমবার শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় কোচেস ট্রেনিং কোর্স। ১০ দিন ব্যাপী কোর্সের উদ্বোধন করেন ফেডারেশনের সহ-সভাপতি সরদার সেলিম আহমেদ। এ সময় সহ-সভাপতি নিজামউদ্দিন চৌধুরী পারভেজ উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন বলেন, ‘আন্তর্জাতিক মানের বিচারক (জাজ) ও কোচ তৈরী শুরু করেছি আমরা। এরফলে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে আমাদের আধিপত্য বাড়বে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বক্সিং

১৯ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ