Inqilab Logo

রবিবার , ৪ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৪ যিলক্বদ ১৪৪৪ হিজরী

‘দৈনিক ইনকিলাব’ সিলেটের সাবেক এজেন্ট ফক্কু মিয়ার ইন্তেকাল, বাদ আছর জানাযা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২২, ১:৩২ পিএম

দেশের সংবাদপত্র জগতের অন্যতম বাতিঘর দৈনিক ইনকিলাব এর সিলেটের সাবেক এজেন্ট আহমেদুর রহমান ফক্কু মিয়া (৭০) আর নেই। আজ (রোববার) সকাল ৯টায় ইন্তেকাল করেছেন তিনি। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন। দৈনিক ইনকিলাব যাত্রা লগ্ন থেকেই সিলেটের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘ প্রায় ৩৪ বছরের ও বেশি সময়। সম্প্রতি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন প্রবীন এ সংবাদপত্র এজেন্ট। গত এক সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ভর্তি করা হয় নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে। আজ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু কোলে ঢলে পড়েন তিনি। মৃত্যুকালে স্ত্রী, ২ কন্যা ও ১ পূত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ফক্কু মিয়া। আজ বাদ আছর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মসজিদে অনুষ্টিত হবে তার নামাজে জানাযা। তারপর নগরীর মানিকপীরস্থ টিলায় দাফন সম্পন্ন হবে তার। তার মৃত্যুতে সিলেটে সংবাদপত্র এজেন্ট সহ এ সংশ্লিষ্টদের মাঝে নেমেছে শোকের ছায়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তেকাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ