Inqilab Logo

মঙ্গলবার , ৬ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৬ যিলক্বদ ১৪৪৪ হিজরী

পুঠিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

পুঠিয়ায় সাংবাদিক মাজদারকে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে শুক্রবার পুঠিয়া থানায় একটি সাধারণ ডাইরি করেছেন সাংবাদিক মাজদার । তিনি দৈনিক আমার সংবাদ প্রত্রিকার পুঠিয়া প্রতিনিধি। এছাড়াও তিনি স্থানীয় ও অনলাইন পত্রিকার সাথে জড়িত রয়েছেন। জানা গেছে, সংবাদ প্রকাশের জেরে উপজেলার বানেশ্বর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের রামকৃষ্ণ সরকারের ছেলে শ্যামল কুমার, পাশ্ববর্তী চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা (চকগোচর) গ্রামের ফকির উদ্দিনের ছেলে শাহনি আলী ও বানেশ্বর এলাকার আব্দুর রাজ্জাক সাংবাদিককে রাস্তাঘাটে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিটসহ প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছেন। তিনি তার জীবনের নিরাপত্তা চেয়ে পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুঠিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ