Inqilab Logo

বৃহস্পতিবার , ৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৮ যিলক্বদ ১৪৪৪ হিজরী

সড়ক দুর্ঘটনায় ৭ ফিলিস্তিনি নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

ইসরাইলের দখলকৃত পশ্চিমতীরে গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে ৭ ফিলিস্তিনি। খবর সংবাদমাধ্যম আরব নিউজের। বৃহস্পতিবারের সড়ক দুর্ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, জর্ডান ভ্যালির ফাসাইল গ্রামের কাছে এক মহাসড়কে গাড়িতে করে ওই শ্রমিকেরা যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে। এক বিবৃতিতে ইসরাইলি পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তিনজন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এএফপিকে ফিলিস্তিনি পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিরা ফিলিস্তিনি শ্রমিক। তারা পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে আকরাবা এলাকার বাসিন্দা। তাঁদের লাশ জেরিকো শহরের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আরব নিউজ। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৭ ফিলিস্তিনি নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ