Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে উল্টো পথে গাড়ি চলায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

ধামরাই( ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২১, ৪:০৩ পিএম

ঢাকার ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কে নিয়ম না মেনে উল্টো পথে গাড়ি চলায় আট পরিবহনের চালককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

আজ মঙ্গলবার(২১ ডিসেম্বর) ঢাকা আরিচা মহাসড়কের উপজেলার ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

মহাসড়কের মাঝে যাত্রী উঠানামা করার কারণে দুটি সেলফি পরিবহন, পলাশ পরিবহন, মোটরসাইকেলসহ মোট আটটি গাড়ির চালককে বিভিন্ন আইনে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমান আদালত।

এতে ধামরাই থানা পুলিশের এক সাব- ইন্সপেক্টর উল্টো পথে আসার কারণে তার জরিমানা না নিয়ে তাকে প্রায় অর্ধ কিলোমিটার ঘুরে ঠিক পথ ধরে আসতে হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, উল্টো পথে গাড়ি চলাচল, মহাসড়কের মাঝে যাত্রী উঠানামা করার কারণে দূর্ঘটনা বেশি ঘটে।আজকে প্রথম অভিযান চালানো হলো। আমাদের এই অভিযান পরবর্তীতেও অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ