Inqilab Logo

সোমবার , ২৭ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯, ০৪ রমজান ১৪৪৪ হিজরী

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম

বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন পিটার ডি হাস। স্থানীয় সময় গত শনিবার তার মনোনয়নের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। এরপর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের এক ঘোষণায় এই তথ্য জানানো হয়। তিনি বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিসিক্ত হবেন।

এর আগে গত জুলাই মাসে বাংলাদেশসহ ৪ দেশে নতুন রাষ্ট্রদূত মনোনয়ন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেসময় বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে মনোনয়ন দেন তিনি। গত শনিবার জো বাইডেনের সেই মনোনয়নের চূড়ান্ত অনুমোদন দিলো মার্কিন সিনেট।

এর ফলে ঢাকায় পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পিটার ডি হাসের নিয়োগ চূড়ান্ত হয়েছে। এছাড়া গত জুলাইয়ে ভারতের জন্য এরিক গার্সেটি, চিলির জন্য বার্নাডেট মিহান ও মোনাকোর জন্য ক্যাম্পবেল বাওয়ারকেও মনোনয়ন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

পিটার হাস বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট এবং অর্থনীতি ও বাণিজ্য বিষয়ের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট হিসেবে দায়িত্বপালন করছেন।

মার্কিন পররাষ্ট্র দফতরে নিজের কর্মজীবনে পিটার হাস ভারতের মুম্বাইসহ বিদেশের আরও ৪টি মিশন ও কনস্যুলার সার্ভিসে কাজ করেছেন। ইংরেজির পাশাপাশি হাস ফরাসি ও জার্মান ভাষায়ও দক্ষ।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের মনোনয়নের পর মার্কিন সিনেটে তার সেই নিয়োগ চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন ছিল।
উল্লেখ বর্তমানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন আর্ল মিলার। ## 

Show all comments
 • M Kabir Hossine ২০ ডিসেম্বর, ২০২১, ৭:২৩ এএম says : 0
  Welcome Mr Excellency
  Total Reply(0) Reply
 • Md Kamrul Feni ২০ ডিসেম্বর, ২০২১, ৭:২৩ এএম says : 0
  আমেরিকার সাথে আমাদেরতো কনো এতো কাজ কাম নাই
  Total Reply(0) Reply
 • Faruk Ahmed Chowdhury ২০ ডিসেম্বর, ২০২১, ৭:২৪ এএম says : 0
  অভিনন্দন
  Total Reply(0) Reply
 • সত্য উন্মোচন ২০ ডিসেম্বর, ২০২১, ৭:২৪ এএম says : 0
  নতুন রাষ্ট্রদূতকে বাংলাদেশে অভিনন্দন।
  Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন রাষ্ট্রদূত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ