অ্যাডেলেইডে আজ অ্যাশেজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ডে-নাইট বা গোলাপি বলের টেস্ট ম্যাচটিতে টসে জিতে ব্যাটিং নেয়ার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। আর প্রথমদিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ২২১ রান করেছে তারা৷ তবে প্রথমদিন শেষেই বেশ ভালো অবস্থানে থাকলেও তাদের মধ্যে একটি হতাশা ঠিকই কাজ করছে। সেটি হলো ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরি না পাওয়া। তিনি সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে ছিলেন অর্থাৎ ৯৫ রান করে বেন স্টোকসের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরেছেন। তবে আরেক ব্যাটসম্যান মার্নাস লাবুসানে সেঞ্চুরির পথে আছেন। তিনি দিন শেষ হওয়ার আগে ৯৫ রানই করেছেন৷ কাল দ্বিতীয় দিন পাঁচ রান নিলেই সেঞ্চুরি পূর্ণ হয়ে যাবে তার। অপর ব্যাটসম্যান হিসেবে ১৮ রান করে অপরাজিত আছেন অধিনায়ক স্টিভ স্মিথ।
এদিকে আজ প্রথমদিন শেষে অস্ট্রেলিয়া শক্ত অবস্থানে থাকলেও তাদের শুরুটা একদমই ভালো ছিল না৷ দলীয় মাত্র ৪ রানের সময় মার্কাস হ্যারিসের উইকেট হারায় তারা। তিনি মাত্র ৩ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে জস বাটলারের হাতে ধরা পরেন৷ এরপর পার্টনারশিপ গড়ে তোলেন ওয়ার্নার ও লাবুসানে। তাদের পার্টনারশিপ ভাঙে দলীয় ১৭৬ রানের সময়। এ সময়ই ৯৫ রান করে আউট হন ওয়ার্নার৷