Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে ভালো চুক্তি সম্ভব: রায়িসি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২১, ১০:২৭ এএম

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, অন্য পক্ষগুলো ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে দিতে সম্মত হলে ভিয়েনা সংলাপ থেকে ভালো ফল বের করে আনা সম্ভব। তিনি শনিবার তেহরানে বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের এক সম্মেলন ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন।তিনি বলেন, ইরান ভিয়েনা সংলাপ থেকে এরকম একটি সমঝোতা চায়।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, “আমাদের পক্ষ থেকে ভিয়েনা সংলাপে যে প্রস্তাবগুলো দেয়া হয়েছে তা থেকে এই সংলাপের ব্যাপারে আমাদের আন্তরিকতা ফুঠে উঠেছে। এবার অন্য পক্ষগুলো যদি নিষেধাজ্ঞা তুলে দেয়ার ব্যাপারে আন্তরিক হয় তাহলে ভিয়েনায় ভালো চুক্তি করা সম্ভব হবে। আমরা নিঃসন্দেহে একটি ভালো চুক্তি চাই।”

ইরান গত সপ্তাহে ভিয়েনা আলোচনায় ইরানের পক্ষ থেকে পরমাণু প্রতিশ্রুতি রক্ষা এবং আমেরিকার পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার উপায় নিয়ে দু’টি খসড়া প্রস্তাব উত্থাপন করে। ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিরা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এসব প্রস্তাবের ব্যাপারে শলাপরামর্শ করতে সময় চায় যে কারণে পাঁচদিন বিরতি দিয়ে বৃহস্পতিবার আবার ভিয়েনা সংলাপ শুরু হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা মূলত অর্থনৈতিক। শত্রু এই নিষেধাজ্ঞার ব্যাপ্তি ও ছায়া প্রতিনিয়ত বৃদ্ধি করে যাচ্ছে। কাজেই এখন তার সরকারের প্রধান কাজ হচ্ছে নিষেধাজ্ঞা প্রত্যাহার কিংবা এর কার্যকারিতা নষ্ট করে দেয়ার চেষ্টা করা।

সূত্র: পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান-যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ