দলের অবস্থা টালমাটাল হয়ে যাওয়ার পর ও ম্যাচের পর ম্যাচ বাজে পারফরমেন্স করার কারণে ওলে গানার সুলশারকে বরখাস্ত করে ম্যানচেস্টার ইউনাইটেড। বেশ কয়কেদিন খোঁজাখুজি করার পর ক্লাবটি দায়িত্ব দেয় জার্মান কোচ রাফ রাগনিককে। যিনি আবার ইউরোপের সব বাঘা বাঘা কোচদেরও কোচ! তাকে জার্মানিতে ফুটবলের গডফাদারও ডাকা হয়। ম্যানইউতে তার অভিষেক হয় ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ দিয়ে। ম্যাচটিতে তিনি পান ১-০ গোলের স্বাদ।
সেই রাগনিক আজ রবিবার ইতিহাসের অংশ হয়ে গেছেন প্রিমিয়ার লিগে দ্বিতীয় ম্যাচে দায়িত্ব পালন করেই। আজ তার দল খেলতে নামে নরউইচ সিটির বিপক্ষে। ম্যাচটিতে তারা জিতেছে রোনালদোর একমাত্র গোলে ১-০ ব্যবধানে। এরমাধ্যমেই ১১৮ বছর আগের একটি রেকর্ডের মালিক হয়ে গেছেন রাগনিক। আর সেটি হলো ম্যানইউর ইতিহাসে দ্বিতীয় কোট হিসেবে লিগের ম্যাচে প্রথম দুটি ম্যাচে কোন গোল হজম না করার স্বাদ পাওয়া। ১৯০৩ সালে আরনেস্ট ম্যাগনালের অধীনে খেলা প্রথম দুটি ম্যাচে কোন গোল হজম করেনি রেড ডেভিলরা।