Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হবে অ্যাসাঞ্জকে?

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২১, ৫:৫১ পিএম

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের প্রত্যর্পণ নিয়ে ব্রিটেনের হাইকোর্টে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র সরকার। শুক্রবার এক রায়ে পূর্বের সিদ্ধান্ত বাতিল করে দেয় হাইকোর্ট।

এই রায়ের ফলে ব্রিটেনের জেলে বন্দী থাকা অ্যাসাঞ্জকে এখন যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করা হবে। সেখানে তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে। এক দশক আগে গোপন সামরিক নথি ফাঁসের অভিযোগে অ্যাসাঞ্জের সাজা কার্যকর করতে ব্রিটেনের হাইকোর্টে মামলা দায়ের করেছিল যুক্তরাষ্ট্র।

তবে সে সময় ব্রিটেনের নিম্ন আদালত অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণের আবেদন খারিজ করে দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে যুক্তরাষ্ট্র। আপিলে আদালত থেকে তখন অ্যাসাঞ্জের মানসিক স্বাস্থ্যের কথা জানানো হয়।

সেই বিষয়ে শুনানির পরে গতকাল নিম্ন আদালতের রায় বাতিল করে দেয় যুক্তরাষ্ট্রের পক্ষে রায় দেয় হাইকোর্ট। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষের আইনজীবী জেমস লুইজ বলেন, অ্যাসাঞ্জের কোনো গুরুতর মানসিক অসুস্থতার ইতিহাস নেই। ফলে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে শাস্তি দেয়ার পথে কোনো বাধা নেই। সূত্র: আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ