Inqilab Logo

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিটিভিতে নবনীতার উপস্থাপনায় রণাঙ্গণের চিঠি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

বাংলাদেশ টেলিভিশন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে মুক্তিযোদ্ধাদের লেখা একাত্তরের চিঠি নিয়ে ইনফোমোশন অনুষ্ঠান ‘রণাঙ্গণের চিঠি’ প্রচার হচ্ছে। নবনীতা চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের লেখা চিঠির পাঠ্য উপস্থাপনের পাশাপাশি ভাষামাত্রিক বিশ্লেষণ করা হচ্ছে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি, ম হামিদ, কথাসাহিত্যিক আনিসুল হক, সাংবাদিক আবেদ খানসহ ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক গবেষক, ইতিহাসবিদ, মুক্তিযোদ্ধা, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা চিঠির পাঠ্য উপস্থাপন করছেন। অনুষ্ঠানটির গ্রন্থনায় আছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ফেলো আশা জাহিদ। তিনি বলেন, অনুষ্ঠানটির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সেই সময়কার সংগ্রামের কথা, মুক্তিযুদ্ধে অংশগ্রহণের অনুপ্রেরণার কথা তাদের চিঠির মাধ্যমে জানার সুযোগ পাচ্ছি। একেকটি চিঠি কিভাবে মুক্তিযুদ্ধের চিত্র ও আবেগকে ধারণ করছে তা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে অনুষ্ঠানের মাধ্যমে। মাহবুবা ফেরদৌসের প্রযোজনা ও ইকবাল মুন্নার নির্মাণে অনুষ্ঠানটি পুরো ডিসেম্বর জুড়ে বাংলাদেশ টেলিভিশন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে বিকাল ৪.৪৫ মিনিটে নিয়মিত প্রচার হচ্ছে। মাহবুবা ফেরদৌস বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই সময়ে তরুণ প্রজন্মের কাছে একাত্তরের চিঠির অনুপ্রেরণাকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিচ্ছে রণাঙ্গণের চিঠি। টেলিভিশনসহ ফেসবুক-ইউটিউব আর অন্যান্য অনলাইন মাধ্যমে মুক্তিযোদ্ধাদের প্রত্যয়কে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার আয়োজন থেকেই এ অনুষ্ঠান। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকেও দেখার সুযোগ থাকছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রণাঙ্গণের চিঠি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ