Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পিডব্লিউডিকে বিবাদী করতে বললেন হাইকোর্ট

দেয়াল ধসে শিশু জিহাদের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২১, ১২:০৮ এএম

রাজধানীর আজিমপুরে দেয়াল চাপায় শিশু জিহাদের (৭) মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ-রিটে গণপূর্ত অধিদফতর (পিডব্লিউডি)কে বিবাদী করতে বলেছেন হাইকোর্ট। বিচারপতি এম.ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এ নির্দেশ দেন।
এর আগে গত সপ্তাহে দেয়াল চাপা পড়ে শিশু জিহাদের নিহত হওয়ার ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়। শিশুটির বাবা নাদির হোসেনের পক্ষে অ্যাডভোকেট মনির হোসেন এ রিট করেন। গত ৯ নভেম্বর সকালে রাজধানীর আজিমপুর এলাকায় সরকারি কলোনির পাশ দিয়ে যাওয়ার সময় েেদয়াল চাপা পড়ে শিশু জিহাদ নিহত হয়। সে লালবাগ শহীদ নগর এলাকার বাসিন্দা নাদির হোসেনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে জেহাদ ছোট।
নাদির হোসেন বলেন, আমার ছেলে আজিমপুরের একটি স্কুলে প্রথম শ্রেণীতে পড়তো। প্রতিদিনের মতো সেদিনও আমি ছেলেকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলাম। আজিমপুর সরকারি কলোনির পাশ দিযে যাওয়ার সময় দেয়াল ধসে পড়লে জিহাদ চাপা পড়ে। আমিও আঘাত পাই। জিহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইকোর্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ