Inqilab Logo

সোমবার , ৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৫ যিলক্বদ ১৪৪৪ হিজরী

ভিন্নধারার ধারাবাহিক নাটক ফ্রেন্ড বুক

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

এনটিভিতে আজ রাত ৯.৪০ মিনিটে প্রচার হবে ২৬ পর্বের নতুন ধারাবাহিক নাটক ‘ফ্রেন্ড বুক’। নাটকটি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার প্রচার হচ্ছে। মাতিয়া বানু শুকু’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন গৌতম কৈরী। অভিনয় করেছেন তাসনুভা তিশা, ইরফান সাজ্জাদ, মীম চৌধুরী, খায়রুল বাশার, ইমতিয়াজ বর্ষণ, ফারাহ নানজিবা তোরসা, ফখরুল বাশার মাসুম, শামীমা নাজনীন, শিল্পী সরকার অপু, হিন্দোল রায় প্রমুখ। ‘ব্যাডমিন্টন নিয়ে অনেক স্বপ্ন নাজিবার। দক্ষ হাতে কর্ক সামলে নিতে পারলেও বাবা মায়ের ভেঙ্গে যাওয়া সংসারের চাপ কি সে সামলাতে পারবে? কোচ শাকেরের কুনজর থেকে নিজেকে রক্ষা করতে পারবে কি? নিশাত হয়তো পারবে তার অল্প শিক্ষিত বাবার অযাচিত আকাক্সক্ষা আর সামাজিক প্রতিবন্ধকতা থেকে নিজেকে বের করে আনতে। বিয়ের আসর থেকে নিশাত পালিয়ে এসেছিলো এই শহরে নিজের পায়ে দাঁড়াবে বলে। লেখাপড়ার পাশাপাশি সে একটি এনজিওতে কাজ করে। স্বপ্ন দেখে একদিন মা আর বোনকেও নিজের কাছে নিয়ে আসবে। অফিসের সহকর্মী নাঈম হয়তো তার পাশে দাঁড়াবে। নিশাত আর নাজিবা একই বাসায় থাকে। তাদেরই আরেকটা ঘরে আজ এসেছে নতুন রুমমেট পূর্ণা। মা আর ভাইয়ের আদরে বড় হওয়া পূর্ণা নাচতে ভালবাসে, ভালবাসে বই পড়তে। তার চোখেও অনেক স্বপ্ন, বিসিএস দিয়ে একদিন সে বড় অফিসার হবে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রেন্ড বুক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ