Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বৈরী আবহাওয়ায় পর্যটকশূন্য সুন্দরবন

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২১, ২:৪৭ পিএম

বৈরী আবহাওয়ায় পর্যটক শূন্য হয়ে পড়েছে সুন্দরবন। গতকাল শনিবার ও আজ রোববার সুন্দরবনের ৮ টি প্রধান প্রধান পর্যটন স্পট বলতে গেলে একেবারেই পর্যটক শূন্য ছিল। শনিবার দুপুর থেকে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অব্যাহত রয়েছে। সাগর রয়েছে বেশ উত্তাল। উপকূলীয় নদনদী গুলোতেও পানির চাপ ও স্রোত বেড়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে উপকূল জুড়ে।
স্বাভাবিক সময়ে সুন্দরবনের করমজল পর্যটন স্পটে পর্যটকদের ভিড় থাকে সবচেয়ে বেশী। আজ রোববার করমজল পর্যটন কেন্দ্র একেবারেই ফাঁকা ছিল।
করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ জানান, প্রতিদিন কয়েক হাজার পর্যটক এখানে আসেন। কুমির প্রজনন কেন্দ্র, বনের ভিতরে কাঠের ওয়াকওয়ে, ওয়াচ টাওয়ার, চিড়িয়াখানা, দৃষ্টিনন্দন মসজিদ দেখতে পর্যটকেরা ভিড় করেন। তাছাড়া এখানে আসতে মোংলা থেকে পশুর নদী পার হয়ে আসতে ঘন্টা খানেক সময় লাগে। তাই পর্যটকদের নৌ ভ্রমনও হয়ে যায়। বৈরী আবহাওয়ায় করমজলে আজ পর্যটকের ভিড় নেই। দু তিন দিনের মধ্যে আবহাওয়ার উন্নতি হলে ভ্রমন পিপাসুরা আসবেন।
হিরন পয়েন্টে অবস্থিত মোংলাবন্দর পাইলট রেস্টহাউজ সূত্রে জানা গেছে, গত দুদিন ধরে পর্যটক শূন্য রয়েছে স্থানটি। সুন্দরবনের কোকিলমুনি, দুবলার চর, হারবারিয়াসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র সূত্রে একই রকম তথ্য পাওয়া গেছে।
এদিকে, মোংলা বন্দর, নৌবাহিনী ও কোস্টগার্ডের কর্মকর্তারা নিশ্চিত করেছে বৈরী আবহাওয়ায় কোনো পর্যটক সুন্দরবনে আটকা পড়েননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পর্যটন

৩১ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ