বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ

সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র এবং ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও একই ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মো. সোহেলের হত্যাকারিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন স্থানীয় জনগণ।
শুক্রবার বিকেলে পাথুরিয়াপাড়া পানুয়া মসজিদ সংলগ্ন সড়কে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ধর্মাবলম্বীরা ঐক্যবদ্ধ হয়ে খুনীদের গ্রেফতারের দাবীতে এ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে স্থানীয়রা জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ১৭ নং ওয়ার্ডের একজন পরিচ্ছন্ন নেতৃত্ব সৈয়দ মো. সোহেলকেই খুন করেনি, তারা গোটা ওয়ার্ডবাসীর হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি করেছে। খুনীদের ফাঁসি না হওয়া পর্যন্ত এ রক্তক্ষরণ বন্ধ হবে না।
মানববন্ধনে অংশ নেয়া ওয়ার্ডবাসী খুনীদের দ্রুত গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। নচেৎ তারা বিক্ষোভ সমাবেশ করে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।