পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে অভিভাবকের ফেলে যাওয়া দুই মাথা ও চার হাতের নবজাতক মারা গেছে।
গতকাল (বৃহস্পতিবার) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক শাহনূর ইসলাম যমজ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার রাত ৩টার দিকে নবজাতক ওয়ার্ডের ইনকিউবিটরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জোড়া লাগানো এই যমজ। লাশ মর্গে রাখা হয়েছে। যেহেতু শিশুটির পরিচয় আমাদের জানা নেই, সেহেতু লাশ আঞ্জুমান মুফিদুলের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত শুক্রবার রাত ১২টার দিকে অজ্ঞাত ওই নবজাতককে কয়েকজন লোক হাসপাতালে নিয়ে আসেন। শিশুটিকে তারা শিশু সার্জারি বিভাগে ভর্তি করে রাত দুটার দিকে চলে যান। এরপর তারা আর হাসপাতালে আসেননি। নবজাতকের নাম এবং অভিভাবকেরা ভর্তির সময় তাদের নাম উল্লেখ না করায়, তার পরিচয় ‘অজ্ঞাত’ হিসেবে ভর্তি রোগীর তালিকায় লেখা হয়েছিল। শিশুটি কবে, কোথায় জন্মগ্রহণ করেছে, সে সম্পর্কেও কিছু জানা যায়নি। শিশুটির দুটি মাথা, চারটি হাত, দুটি পা, একটি পায়ুপথ ও একটি পুরুষাঙ্গ ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।