Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের মারকাজি ইজতেমা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২১, ৩:২৯ পিএম

আগামীকাল শনিবার রাজধানীর যাত্রাবাড়ীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ২৭ তম মারকাজি ইজতেমা অনুষ্ঠিত হবে। এতে আখেরী বয়ান ও মুনাজাত পরিচালনা করবেন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির আল্লামা মাহমুদুল হাসান।
মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ইজতেমা উপলক্ষে যাত্রাবাড়ী মাদরাসায় ছাত্র-শিক্ষকদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।
জানা যায়, ঢাকা বিভাগের মেহমানরা দফতরের সামনে ও মসজিদের ২য় তলায় অবস্থান করবেন। খুলনা বিভাগের মেহমানরা নয়তলা ভবনের ৪র্থ তলায় অবস্থান করবেন। রংপুর বিভাগের মেহমানরা মসজিদের ৫ম তলায় অবস্থান করবেন। বরিশাল বিভাগের মেহমানরা পূর্ব পাশের পুরাতন ভবনের ৪র্থ তলায় অবস্থান করবেন। চট্টগ্রাম বিভাগের মেহমানরা পূর্ব পাশের পুরাতন ভবনের ৩য় তলায় অবস্থান করবেন। রাজশাহী বিভাগের মেহমানরা নয়তলা ভবনের ১ম ও ২য় তলায় অবস্থান করবেন। সিলেট বিভাগের মেহমানরা নয়তলা ভবনের ৬ষ্ট তলায় অবস্থান করবেন। মোমেনশাহী বিভাগের মেহমানরা নয়তলা ভবনের ৬ষ্ট ও ৭ম তলায় অবস্থান করবেন। পাশ্ববর্তী উলামায়ে কেরাম নয়তলা ভবনের ৩য় তলায় অবস্থান করবেন।
ইজতেমায় উপস্থিত থাকবেন হারদুয়ী হযরতের খোলাফাগণ, তাদের মধ্যে অন্যতম মুফতি মনসুরুল হক, মুফতি হিফজুর রহমান, প্রফেসর হামিদুর রহমান, মুফতি মিযানুর রহমান সাঈদ, অধক্ষ্য মিজানুর রহমান চৌধুরী, প্রফেসর গিয়াসউদ্দীন। ঢালকানগরের দুই পীরসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ