Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌকার প্রার্থীর গলায় টাকার মালা...

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২১, ১১:২৭ এএম

চট্টগ্রাম বিভাগের কক্সবাজারের চকরিয়ায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৮ নভেম্বর। এ নির্বাচনে কোনাখালী ইউনিয়ন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাফর আলম ছিদ্দিকী। ভোর থেকে রাত পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছেন তিনি। এ সময় নৌকার এ প্রার্থীকে ফুলের মালা ও টাকার মালা পরিয়ে দিচ্ছেন সাধারণ জনগণ।

জানা গেছে, জাফর আলম ছিদ্দিকী ছাড়াও এ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী ও জাতীয় পার্টিসহ সাতজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গতকাল সোমবার সকালে পশ্চিম কোনাখালীর বাংলাবাজার ও খাসপাড়া এলাকায় নির্বাচনী প্রচারে বের হন নৌকার প্রার্থী জাফর আলম ছিদ্দিকী। তিনি ওই এলাকায় গেলে নারী-পুরুষ গতকাল সোমবার সকালে পশ্চিম কোনাখালীর বাংলাবাজার ও খাসপাড়া এলাকায় নির্বাচনী প্রচারে বের হন নৌকার প্রার্থী জাফর আলম ছিদ্দিকী। তিনি ওই এলাকায় গেলে নারী-পুরুষ তাকে ফুলের মালা ও টাকার মালা পরিয়ে দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি সবার কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং চেয়ারম্যান পদে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।

স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহমদ জানান, দলের ত্যাগী নেতা হিসেবে জাফর আলম ছিদ্দিকীকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। আমরাও চাই এলাকার উন্নয়নের স্বার্থে তাকে চেয়ারম্যান হিসেবে পেতে।

চেয়ারম্যান প্রার্থী জাফর আলম ছিদ্দিকী জানান, জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ এলাকার উন্নয়নের স্বার্থে আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। নৌকার সুনাম ধরে রাখতে আমি দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। যেখানেই যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি। সর্বস্তরের নারী-পুরুষ ফুলের মালা ও টাকার মালা পরিয়ে দিয়ে আমাকে ভালোবাসায় সিক্ত করছেন।



 

Show all comments
  • jack ali ১৬ নভেম্বর, ২০২১, ১১:৫৫ এএম says : 0
    ভোটে পাশ করলেই তো একদিনের মধ্যে কোটিপতি হয়ে যাবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ