Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২১, ৬:৪২ পিএম

দেশে চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য নীলফামারীর সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। গত বুধবার (১০ নভেম্বর) বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে এ নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২৫ নভেম্বর (বৃহস্পতিবার), মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর( সোমবার), আপিল দায়ের ৩০ নভেম্বর (মঙ্গলবার) থেকে ২ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত, আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর (শুক্রবার) থেকে ৫ডিসেম্বর (রবিবার), প্রার্থিতা প্রত্যাহারের শেষে তারিখ ৬ ডিসেম্বর (সোমবার), প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর (মঙ্গলবার) এবং ভোট গ্রহন ২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার)।
প্রসঙ্গত, পাঁচটি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা নিয়ে সৈয়দপুর উপজেলা গঠিত হয়েছে। এ উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর, বাঙ্গালীপুর বোতলাগাড়ী ও খাতামধুপুর ইউনিয়ন পরিষদ।
সর্বশেষ ষষ্ঠ ধাপে বিগত ২০১৬ সালের ৪ জুন সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘোষণা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ