অনেক নাটকীয়তার পর ২০১৭ সালে ভারতের কোচ কন রবি শাস্ত্রী। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারত সুপার টুয়েলভ থেকে বিদায় নেয়ার পর তার লম্বা সফরের সমাপ্তি ঘটেছে। ভারতের মতো হাইপ্রোফাইল দলের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল সে বিষয়ে রিপাবলিক ওয়াল্ডের সঙ্গে কথা বলেছেন শাস্ত্রী। তিনি অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানিয়েছেন যখন কোন ম্যাচে দল হারত তখন তীব্র সমালোচনার মুখে পরতে হত দলকে। চারদিক দিয়ে শুধু সমালোচনা আর সমালোচনা। তিনি বলেছেন কলম, পিস্তল সব দিয়ে যেন আক্রমণ করা হতো তাদের। মাঝে মাঝে এমন আক্রমণ করা হতো তাদের মনে তো যেন এসিড মারা হচ্ছে।
'ভারতে ক্রিকেট হলো ধর্মের মতো। আপনি যখন পাঁচটি ম্যাচ জিতলেন কিন্তু তার পর একটি ম্যাচে হারলেন তখন কলম, পিস্তল নিয়ে আক্রমণ শুরু হয়। এগুলো আপনাকে সব নিতে হবে। গুলি বুক পেতে নেওয়া হলো একজন কোচের কাজ। কিন্তু এগুলো সব অতিক্রম করতে হয়। নিজেকে শুধু ধরে রাখতে হবে। আপনাকে শুধু নিশ্চিত করতে হবে দলের সকলে যেন তাদের সেরাটা দেয়। সমালোচনাকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে।'
তাছাড়া শাস্ত্রী বলেছেন ভারতের কোচ থাকা অবস্থায় অনেকে তাকে নিয়ে বিচার-বিশ্লেষণ করেছে। এখন তিনি বিচারক হয়ে সে সব মানুষদের বিচার করবেন। ' গত সাত বছরে আমাকে নিয়ে অনেক বিচার-বিশ্লেষণ করা হয়েছে। কিন্তু আমি এখন বিচারকের চেয়ারে বসব এবং সেই সব লোকদের নিয়ে বিচার বিশ্লেষণ করব।' বলেন শাস্ত্রী।