Inqilab Logo

শনিবার , ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯, ০৯ রমজান ১৪৪৪ হিজরী

পিচ কিউরেটরের রহস্যজনক মৃত্যু!

নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর, যেখানে অন্যতম ভেন্যু আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম। বিশ্বকাপের উন্মাদনার পারদ যখন ক্রমেই বাড়ছে, তখন আবুধাবি হল নির্মম এক ঘটনার সাক্ষী। গতকাল মৃত অবস্থায় পাওয়া গেছে আবুধাবির পিচ কিউরেটর মোহন সিংকে। শেখ জায়েদ স্টেডিয়ামের প্রধান পিচ কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। মোহনের তৈরি করা পিচেই অনুষ্ঠিত হয়েছে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ। এর আগে ভারত-আফগানিস্তান ম্যাচের পিচও তৈরি করেছিলেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মোহনকে তার কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেছে। কীভাবে তিনি মারা গেছেন তা এখনও নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, মোহন আত্মহত্যা করে থাকতে পারেন। বিশ্বকাপের পাশাপাশি অসংখ্য আন্তর্জাতিক ম্যাচ এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পিচ কিউরেটরের ভূমিকায় ছিলেন তিনি। স্থানীয় পুলিশ মোহনের মৃত্যুর ঘটনাটি তদন্ত করছে। বিশ্বকাপের মাঝপথে বিশ্বকাপ ভেন্যুর কিউরেটরের এমন অস্বাভাবিক মৃত্যু রহস্যের সৃষ্টি করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ