Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

একুশে আগস্ট গ্রেনেড মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত হুজি সদস্যের মত্যু হলো সিলেটে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২১, ৬:৪১ পিএম

একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত এক হুজি সদস্যের মৃত্যু হয়েছে সিলেটে। মাওলানা শেখ আব্দুস সালাম (৬২) নামের ওই ব্যক্তি আজ শুক্রবার (৫ নভেম্বর) বেলা আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সিনিয়র জেল সুপার মনজুর হোসেন বলেন, মৃত্যুদন্ডপ্রাপ্ত হুজি সদস্য মাওলানা শেখ আব্দুস সালাম বৃহস্পতিবার (৪ নভেম্বর) বার্ধক্যজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মৃত্যু হয় তার। ওই হুজি সদস্য বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি উচ্চ রক্তচাপ ও আক্রান্ত ছিলেন ডায়াবেটিস রোগে। মারা যাওয়া হুজি সদস্যের লাশ আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে পরিবারের কাছে। আব্দুস সালাম বগুড়া জেলার ধুনট উপজেলার পেঁচিবাড়ী গ্রামের মৃত শেখ মাজাহার আলীর পূত্র। তার বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে দুটি, হবিগঞ্জ থানায় ২টি ও সুনামগঞ্জের দিরাই থানায় দায়েরকৃত ১টি সহ মামলা বিচারাধীন রয়েছে মোট ৮টি ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যুদন্ড

১৮ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ