Inqilab Logo

শুক্রবার , ৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৯ যিলক্বদ ১৪৪৪ হিজরী

শাবনূরের ইউটিউব চ্যানেল হ্যাকড

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

ইউটিউব চ্যানেল খুলতে না খুলতেই হ্যাকারের কবলে পড়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী চিত্রনায়িকা শাবনূর। স¤প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রামের পাশাপাশি ইউটিউবে সরব হয়েছেন তিনি। নিয়মিত স্ট্যাটাস ও ভিডিও পোস্ট করেন। লাইভেও আসেন। এ অবস্থায় তার ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়েছে বলে শাবনূর জানান। তিনি জানান, ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে আপাতত ঢুকতে পারলেও ইউটিউব চ্যানেলে ঢুকতে পারছেন না। তিনি বলেন, আমার যে মেইল থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল কন্ট্রোল করা হতো তা হ্যাকড হয়েছে। আপাতত ফেসবুক ও ইনস্টাগ্রামে ঢুকতে পারলেও ইউটিউব চ্যানেলটিতে একদমই পারছি না। আমি জানি না, তারা ফেসবুক ও ইনস্টাগ্রামটি দখল নিয়েছে কিনা। তাই পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আমার পেজ, প্রোফাইল ও ইউটিউব চ্যানেলের কোনও পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউটিউব চ্যানেল হ্যাকড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ