Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

হালাল পদ্ধতিতে পশু জবাই নিষিদ্ধ বেলজিয়ামে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

হালাল পদ্ধতিতে পশু জবাইয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে বেলজিয়ামের সাংবিধানিক আদালত। তাদের নির্দেশনা বলা হয়েছে, অচেতন করে তারপর নির্ধারিত পশু জবাই করতে হবে। এর ফলে সেখানে ধর্মীয় রীতি অনুযায়ী হালাল পদ্ধতিতে পশু জবাই করা যাবে না। এই রায়ের বিরুদ্ধে বেলজিয়ামের মুসলিমদের নির্বাহী অফিস এবং বেলজিয়ামের ইসলামিক প্রতিষ্ঠানসমূহের সমন্বয় পরিষদ ইউরোপীয় মানবাধিকার আদালতে আপিল করার ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই প্রতিবেদন প্রকাশ করেছে। এর আগে গত বৃহস্পতিবার বেলজিয়ামের শীর্ষ বিচার বিভাগে নিষেধাজ্ঞা অনুমোদনের পর ইউরোপীয় আদালতে দেশটির মুসলিমদের নির্বাহী অফিস ও ইসলামী প্রতিষ্ঠানগুলোর সমন্বয় পরিষদ আপিল করার সিদ্ধান্ত নেয়। এক বিবৃতিতে বেলজিয়ামের মুসলিম এসোসিয়েশন জানায়, ‘বর্তমানে ধর্মীয় রীতি অনুসরণ করে পশু জবাইয়ের একটি বিকল্প পদ্ধতি গঠন করা হয়, যা জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও পশু কল্যাণ রীতির সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। আনাদোলু এজেন্সি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেলজিয়াম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ