Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশে বন্ধ ভারতীয় চ্যানেলের সম্প্রচার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

নেপাল সীমান্ত নিয়ে বিরোধের পর ভারতীয় চ্যানেল সম্প্রচার বন্ধ করে দিয়েছে। পাকিস্তানেও ভারতের বাংলা চ্যানেল দেখানো হয় না। কোলকাতার বাংলা চ্যানেলসহ ভারতীয় চ্যানেলগুলোর একচেটিয়া বাজার ছিল বাংলাদেশে। নাটক-সিরিয়ালে পারিবারিক বিরোধ, সামাজিক কূটচাল, দ্বন্দ্ব-সংঘাত, স্বামী-স্ত্রী, বউ-শাশুড়ির চুলোচুলি দেখিয়ে সমাজকে কলুষিত করতে বাংলাদেশের দর্শকদের উদ্বুদ্ধ করতো। আকাশ সংস্কৃতির নামে হিন্দুত্ববাদী অপসংস্কৃতি প্রচার করতো। এছাড়া পণ্যের বিজ্ঞাপন প্রচার করে বাংলাদেশে ভারতীয় পণ্যের বাজার সম্প্রসারণ করতো। এ নিয়ে বাংলাদেশের বিবেকবান মানুষ চায় ভারতীয় চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করা হোক। দেরিতে হলেও বাংলাদেশে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভারতীয় চ্যানেল সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে।

‘ভারতসহ বিদেশি চ্যানেলগুলো তাদের মূল কনটেন্টের সাথে কোনো বিজ্ঞাপন প্রচার করতে পারবে না’ সরকারের এমন সিদ্ধান্তের কারণেই মূলত ভারতীয় চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। গত ২ সেপ্টেম্বর সচিবালয়ে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন, অ্যাটকো, বিদেশি চ্যানেল ডিস্ট্রিবিউটর, আকাশ ডিটিএইচ ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। আবার ‘বিজ্ঞাপন প্রচার ছাড়া বিদেশি টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার সম্ভব নয়’ এমন যুক্তি দেখিয়ে সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত এসেছে কেবল অপারেটরদের দিক থেকে। ফলে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকেই দেশে কোনো বিদেশি চ্যানেল দেখা যাচ্ছে না।

জানতে চাইলে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ বলেন, এ মুহূর্তে ব্রডকাস্ট অপারেটরেরা বিদেশি চ্যানেলগুলো বিজ্ঞাপনমুক্ত সম্প্রচার করতে চাচ্ছে না। আসলে এখনও দেশে সময় আসেনি বিজ্ঞাপনমুক্তভাবে বিদেশি চ্যানেলগুলো সম্প্রচার করার। ফলে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক বিদেশি চ্যানেলগুলো সম্প্রচার বন্ধ রয়েছে।

ভারতের কোলকাতার বাংলা চ্যানেলগুলো কার্যত হিন্দুত্ববাদী অপসংস্কৃতি প্রচারের মিশন নিয়ে ব্যস্ত। তারা প্রগতিশীলতার নামের অশ্লীল-শঠতা-কূরুচিপূর্ণ নাটক-সিরিয়াল-অনুষ্ঠানাদি প্রচার করে থাকে। এ কারণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছিলেন, ‘কোলকাতার বাংলা চ্যানেলগুলোর সিরিয়াল দেখলে পরিবার-সমাজ নষ্ট হয়ে যায়। কূটিলতা-ঝগড়া-বিবাদ-বউ-শাশুড়ির চুলোচুলির বদলে গঠনমূলক-শিক্ষনীয় অনুষ্ঠান দেখাতে হবে’।

এর আগে হাইকোর্ট বাংলাদেশে কোলকাতার ৪টি বাংলা চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছিল। এখন সব চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে গেছে। গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে বিদেশি চ্যানেলগুলো দেখতে গেলে টেলিভিশনের পর্দাজুড়ে একটি বার্তা দেখা যায়। সেখানে লেখা ছিল- ‘গ্রাহকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারের নির্দেশনা মোতাবেক ১ অক্টোবর থেকে বিজ্ঞাপনবিহীন ছাড়া কোনো বিদেশি চ্যানেল সম্প্রচার করা যাবে না। তাই পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বিদেশি চ্যানেল সম্প্রচার করা থেকে বিরত থাকতে বাধ্য হচ্ছি’।

রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন এলাকায় কেবল অপারেটররা নিজেদের মতো করে এই একই বার্তা দিচ্ছেন। মূলত কেবল অপারেটর অ্যাসোসিয়েশন, অ্যাটকো, বিদেশি চ্যানেল ডিস্ট্রিবিউটর, আকাশ ডিটিএইচ ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সাথে গত ২ সেপ্টেম্বর সচিবালয়ে বৈঠক করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বৈঠকের পর তিনি জানিয়েছিলেন অনুষ্ঠানের সাথে বিজ্ঞাপন প্রচার করে বিদেশী চ্যানেল ১ অক্টোবর থেকে সম্প্রচার করা যাবে না। গত বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ জানান, আইন অনুযায়ী দেশে বিদেশি চ্যানেলগুলোর বিজ্ঞাপনমুক্ত (ক্লিন ফিড) সম্প্রচার বাস্তবায়নে ১ অক্টোবর থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ১ অক্টোবর থেকে আমরা সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনা করবো। কোনো বিদেশি চ্যানেলে ক্লিন ফিড দেখানো না হলে এবং মন্ত্রণালয়, টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশন ও ক্যাবল অপারেটর ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে ক্যাবল লাইনে সম্প্রচারের জন্য টেলিভিশনগুলোর নির্ধারিত ক্রমের ব্যত্যয় হলে বা কোনো ক্যাবল অপারেটর আইন ভঙ্গ করে নিজেরা বিজ্ঞাপন, অনুষ্ঠান প্রদর্শন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আইনের অন্য কোনো ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট চ্যানেল ডাউনলিংকের অনুমতি পাওয়া ডিস্ট্রিবিউটদের এবং ক্যাবল অপারেটরদের ওপরই আইন ভঙ্গের দায় বর্তাবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মূলত বাংলাদেশের আইনে বিদেশি টেলিভিশনগুলোর বাংলাদেশে সম্প্রচারের ক্ষেত্রে কোনো ধরনের বিজ্ঞাপন প্রচারের সুযোগ নেই। এ কারণে আগেও কয়েক দফায় বিদেশি চ্যানেলগুলোতে বিজ্ঞাপন প্রচারের সুযোগ বন্ধের উদ্যোগ নিয়েছিল সরকার।

এ দফায় নতুন করে আবার একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর কারণ হিসেবে আইনের পাশাপাশি সরকারের রাজস্ব হারানোর বিষয়টিও বড় করেই এখন চিন্তা করা হচ্ছে। বিদেশি চ্যানেলে প্রচারিত বিজ্ঞাপনগুলো থেকে একদিকে সরকার কোনো রাজস্ব পায় না, আবার ওই সব চ্যানেল বাংলাদেশে জনপ্রিয় হওয়ায় অনেক মাল্টি ন্যাশনাল কোম্পানি বাংলাদেশে তাদের পণ্যের প্রচারের জন্য বিদেশি চ্যানেলকেই বেছে নিয়েছে। অবশ্য বিদেশি কিছু চ্যানেল বিশেষ করে ভারতীয় কিছু চ্যানেল বাংলাদেশে এতো বেশি জনপ্রিয় যে সেগুলো বন্ধ করা কতটা সম্ভব হবে তা নিয়েও প্রশ্ন আছে।

এখানে উল্লেখ করা প্রয়োজন যে, বাংলাদেশ ছাড়াও ভারতীয় চ্যানেলের দর্শক নেপাল ও পাকিস্তানে বেশি। কিন্তু ওই দুটি দেশ ভারতীয় চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে। কিন্তু নানা কূটকৌশল করে ভারতীয় চ্যানেলগুলো বাংলাদেশে সম্প্রচার অব্যাহত ছিল। অথচ বাংলাদেশের চ্যানেলগুলো ভারতে দেখানো হয় না।

বিশেষজ্ঞরা বলছেন, মোদী সরকার আবার পর্দার আড়ালে কূটকৌশল করে আবার ভারতীয় চ্যানেলগুলোর বাংলাদেশে সম্প্রচারের ব্যবস্থা করতে পারে। তবে গত ২০ বছরে বাংলাদেশের টিভি চ্যানেলের বিপ্লব ঘটে গেছে। কিন্তু ঢাকা থেকে সম্প্রচারিত চ্যানেলগুলোতে যে মানের নাটক-সিরিয়াল, অনুষ্ঠান প্রচার করা হয় তা খুবই নিম্নমানের। সন্ধ্যা হলেই প্রায় প্রতিটি চ্যানেলে সরাসরি গানের অনুষ্ঠান প্রচার করা হয়। ওই সব গান দর্শক শোনে না বললেই চলে। খবর, টক-শো’তে সরকারকে তোষামোদীর কারণে ঢাকার চ্যানেলগুলো দর্শকরা দেখেই না। আবার যে সব অনুষ্ঠান ও খবর লাইভ প্রচার করা হয় তা দেখে মানুষ হাসাহাসি করেন। ভারতীয় তথা কোলকাতার চ্যানেলগুলো বন্ধ রাখতে হলে ঢাকার চ্যানেলগুলোর নাটক-সিরিয়াল ও অনুষ্ঠানের মান বাড়াতে হবে। দর্শক গ্রহণ করে এমন নাটক- সিরিয়াল প্রচার করতে হবে। গানের অনুষ্ঠান করতে হবে মান সম্পন্ন শিল্পীদের নিয়ে।



 

Show all comments
  • Rahman Mojib ২ অক্টোবর, ২০২১, ১২:৪৩ এএম says : 1
    এমন ভাল কাজটি অনেক আগেই করা উচিৎ ছিল। ধন্যবাদ কেবলঅপারেটরকে।
    Total Reply(0) Reply
  • Sajib Hossain Joy ২ অক্টোবর, ২০২১, ১২:৪৩ এএম says : 3
    স্পোর্টস চ্যানেল ও ডিসকভারি বন্ধ করা উচিৎ হয়নি। সিরিয়াল দেখায় এমন চ্যানেলগুলো বন্ধ করে দেয়া হোক।
    Total Reply(0) Reply
  • Luna Zannat ২ অক্টোবর, ২০২১, ১২:৪৩ এএম says : 1
    ইন্ডিয়ান বাংলা নাটক এর চ্যানেল গুলো বন্ধ হলে ই বাঁচি۔অযৌক্তিক আর অরুচিকর নাটক গুলোর শব্দ শুনলে ও বিরক্ত লাগে۔
    Total Reply(0) Reply
  • Abdus Salam Khan ২ অক্টোবর, ২০২১, ১২:৪৪ এএম says : 1
    এটা অনেক আগেই করা উচিত ছিল... অনেক ভালো একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে
    Total Reply(0) Reply
  • Abu Jafur Siddique ২ অক্টোবর, ২০২১, ১২:৪৪ এএম says : 1
    ইষ্টার জলসা জি বাংলা বন্ধ হলে সকলেই খুশি হবে পরিবারের কর্তা রা শান্তি পাবে
    Total Reply(0) Reply
  • Taufiq Islam ২ অক্টোবর, ২০২১, ১২:৪৯ এএম says : 1
    ভারতীয় সহ যত বেহায়াপনা, অশ্লীলতা, ও সাংসারিক অশান্তির সৃষ্টিকারী চ্যানেল আছে। সবগুলো স্থায়ীভাবে বন্ধকরার জোর দাবি জানাচ্ছি।
    Total Reply(0) Reply
  • Shahin Shahin ২ অক্টোবর, ২০২১, ১২:৫০ এএম says : 1
    ভারতীয় নাটকে র চ্যানেল গুলো বন্ধ হোক । এই চ্যানেল গুলো অপসংস্কৃতি ছড়াচ্ছে।
    Total Reply(0) Reply
  • MD Nuralam Shohel ২ অক্টোবর, ২০২১, ১২:৫০ এএম says : 1
    কোন বিবেচনা দরকার নাই বিদেশি চ্যানেল বন্ধ থাকলে বাংলাদেশ অনেক ঘরের সুখ শান্তি ফিরে আসবে
    Total Reply(0) Reply
  • Muhammad Ibrahim ২ অক্টোবর, ২০২১, ১২:৫১ এএম says : 1
    আকাশ ক্যাবেলে বিদেশি চ্যানেল আছে আপনারা সেই আকাশ কেনো বন্ধ করছেন না সেইখানে তো এড চলতাছে!
    Total Reply(0) Reply
  • হৃদয়ে বাংলাদেশ ২ অক্টোবর, ২০২১, ১২:৫১ এএম says : 1
    স্বাগত জানাই এতে করে দেশের আয় বাড়বে আর আমাদের দেশিয় টিভির সমস্যা হচ্ছে কোনো নাটক বা মুভি চলা কালে যদি বিগ্বাপন বিরতিতে যায় তাহলে তো সহজে ফিরতেই চায়না যেমনটা বিদেশি চ্যানাল গুলো তে নেই তাদের এ্যাড দেওয়ার লিমিট আছে।। সবকিছু হিসাব করে চালানো দরকার বলে মনে করি তাহলে দেশের চ্যানাল গুলোর চাহিদা বাড়বে
    Total Reply(1) Reply
    • Md. Aman Ullah Talukder ২ অক্টোবর, ২০২১, ৯:৪১ এএম says : 0
      আপনার বক্তব্যের সাথে একমত। প্রত্যেকটা জিনিসের একটা সীমা থাকা উচিত।
  • Amena Aktar Jetu ২ অক্টোবর, ২০২১, ১২:৫২ এএম says : 1
    বন্ধ হলে আলহামদুলিল্লাহ্। এই চ‍্যানেল গুলো থেকে কুটনামী, সংসার ভাঙ্গা, পরকীয়া, মূলত অশান্তি ছাড়া ভালো কিছু শিখা হয়নি। নস্টামি শিখানোর মূল ছিল এই সব চ‍্যানেল।
    Total Reply(0) Reply
  • মাহমুদ ২ অক্টোবর, ২০২১, ৩:২১ এএম says : 0
    বলতে হবে সাংবাদিক ভাইয়ের সাহসের কথা। সাহস না থাকলে এতো সুন্দর করে সত্য ও নির্ভল নিউজ সাহস করে লিখতো না। আপনার মত লেখক আমি আজ পযন্ত কোথাও দেখিনি। আল্লাহ যেন আপনাকে বেশি হায়াত দান করে।
    Total Reply(0) Reply
  • মোঃ আনোয়ার আলী ২ অক্টোবর, ২০২১, ৪:৫১ এএম says : 0
    ধন্যবাদ সরকারকে দেশের উন্নয়নে একটি ভালো সিদ্ধান্ত নেওয়ায়
    Total Reply(0) Reply
  • আহমেদ ২ অক্টোবর, ২০২১, ৬:৩১ এএম says : 0
    অত্যন্ত ভালো উদ্যোগ। সরকারকে অজস্র ধন্যবাদ। এই আদেশ চিরস্থায়ীভাবে কার্যকর হোক।
    Total Reply(0) Reply
  • Hossain Ahmad ২ অক্টোবর, ২০২১, ৬:৩২ এএম says : 0
    Good, thanks to our government
    Total Reply(0) Reply
  • Nasir ২ অক্টোবর, ২০২১, ১০:১৭ এএম says : 0
    ধন্যবাদ সরকারকে, ভারতের সকল চ্যানেল বন্ধ করে দেওয়ার জন্য। আর কখনও যেন নৈতিক অবক্ষয়জনিত ভারতীয় চ্যানেলগুলো বাংলাদেশে দেখানো না হয়, স্থায়ীভাবে যেন বন্ধ করে দেওয়া হয়। ভারতীয় নোংরা সংস্কৃতি দেশের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, পারিবারিক অশান্তি, পরকিয়া, ধর্ষণ ইত্যাদি নৈতিক অবক্ষয় বিশ্বে ছড়াচ্ছে, তাই ভারতীয় চ্যানেলগুলো স্থায়ীভাবে বন্ধ করা উচিত।
    Total Reply(0) Reply
  • jack ali ২ অক্টোবর, ২০২১, ১১:৫৯ এএম says : 0
    Media is the most powerful tool. it can destroy a whole countries morality or it can educate whole countries people i.e. they can teach how to programming, science and technology, those who involved in farming they can be save the life of people because they use so man kind of pesticide, they can teach Qur'an and Sunnah. In our country majority are muslim but we don't have any idea about Islam and how to lead a life as a muslim. We are most corrupt nations on earth.
    Total Reply(0) Reply
  • শহিদুলইসলাম ৪ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম says : 0
    সরকারকে ধন্যবাদ।
    Total Reply(0) Reply
  • MD Suman SK ৫ অক্টোবর, ২০২১, ৭:২৩ এএম says : 0
    আগে যেমন আমরা ইন্টিয়ার লাগিয়ে বিটিবি বা একুশে চ্যানেল দেখতাম ৷ আমাদের সরকার যদি বাংলা চ্যানেল গুলো ইন্টিনিয়ারের মাধ্যমে প্রচার করতো তাহলে মনে হয় অনেক ভালো হতো ৷ ধন্যবাদ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ