বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খাগড়াছড়ি সরকারি কলেজের টয়লেট থেকে সদ্য ভূমিষ্ঠ নবজাতক কন্যা সন্তানকে ফেলে পালিয়েছে মা। মেয়েদের কমন রুমের টয়লেট থেকে নবজাতককে উদ্ধার করা হয়।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজের মেয়েদের কমন রুমের টয়লেট থেকে শিশুটিকে উদ্ধার করে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে আসে কলেজ কর্তৃপক্ষ। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।
খাগড়াছড়ি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক উদ্দিন জানান, এইচএসসি পরীক্ষার্থীদের এসাইনমেন্ট জমা দিতে অসংখ্য শিক্ষার্থী জড়ো হয় কলেজে। এ সময় ছাত্রীদের কমন রুমের টয়লেট থেকে নবজাতকের কন্না শুনে তারা কর্তৃপক্ষকে খবর দেয়। পরে নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
খাগড়াছড়ি শহর সমাজ সেবা কর্মকর্তা নাজমুল আহসান জানান, বর্তমানে নবজাতক কন্যা শিশুটি সুস্থ রয়েছে। তবে এখন পর্যন্ত শিশুটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে এরই মধ্যে শিশুটিকে দত্তক নিতে কয়েকজন আগ্রহ প্রকাশ করেছে। পরিচয় নিশ্চিত না হলে যথাযথ আইনি প্রক্রিয়ায় নবজাতকটিকে দত্তক দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।