Inqilab Logo

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনা চিকিৎসায় শিকলে বন্দী ৯ বছর

ঝিনাইগাতী (শেরপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২১, ৯:৩২ পিএম

বিনা চিকিৎসায় ৯ বছর ধরে শিকলে বন্দী মানসিক প্রতিবন্ধী মেহেরনাজ। অভাব—অনটনের কারণে তার চিকিৎসা করাতে পারছেন না স্বজনরা। মেহেরনাজকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তার পরিবার। মেহেরনাজ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়নের উপজেলা সদরের কাচারীপাড়া মহল্লার ডা. গোলাম মোস্তফার মেয়ে।
৭ বছর বয়স থেকেই মেহেরনাজের অস্বাভাবিক আচরণ ধরা পড়ে। বাবা গোলাম মোস্তফা বেঁচে থাকা অবস্থায় সাধ্যমতো চিকিৎসা করালেও মারা যাওয়ার পর থেকে মেহেরনাজের চিকিৎসা বন্ধ হয়ে যায়। গত বছর মা হাওয়া বেগমও মারা যায়। দুই ছেলে, চার মেয়ে নিয়ে তাদের পরিবার।
দরিদ্র ২ ভাই তাদের অভাবের সংসার চালাতেই হিমশিম খাচ্ছে। এরমাঝে বোন মেহেরনাজের চিকিৎসা করবে কি দিয়ে? সরকারি ২ শতক খাস জমিতে একটি ঘরে থাকেন তারা। শিকলে বন্দী মেহেরনাজকে নিয়ে ২ ভাই অনাহার—অর্ধাহারে জীবন—যাপন করছে। একটি প্রতিবন্ধী ভাতা কার্ডের সাহায্যে চলছে তাদের জীবন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিকিৎসা

২৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ