Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিশ্বকাপের আগে বিশ্রামের পক্ষে বিসিবি

অনিশ্চিত ওমান ক্যাম্প

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওমানে প্রস্তুতি ক্যাম্প করার কথা ছিল বাংলাদেশ দলের। তবে বিশ্রামের জন্য বাড়তি এই অনুশীলনে অনাগ্রহী বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বিশ্বকাপ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সুপার টুয়েলভে জায়গা করে নিতে বাংলাদেশকে খেলতে হবে প্রথম রাউন্ড। টাইগারদের প্রথম রাউন্ডের তিনটি ম্যাচই ওমানে। ওমানের কন্ডিশনে মানিয়ে নিতে সেখানে একটু আগেই দলকে পাঠানোর চিন্তা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে টানা ক্রিকেটের মধ্যে থাকা খেলোয়াড়রা আগেভাগে গিয়ে বাড়তি প্রস্তুতি গ্রহণের চেয়ে দেশে বিশ্রাম নিয়ে বিশ্বকাপের প্রাক্বালে নির্ধারিত সময়ে অনুশীলন শুরুর পক্ষে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, ‘ক্রিকেটাররা অনেক ক্লান্ত। গত সাত-আট মাসে ওরা একটানা অনেক খেলেছে। তাই ওমানে প্রস্তুতি ক্যাম্পের ব্যাপারটা পুরোপুরি নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর। খুব সম্ভবত ওরা একটা বিরতি চাইবে, যেহেতু ওমানে গিয়েও জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে। এতদিন জৈব সুরক্ষা বলয়ে থাকা তো সহজ নয়।’
বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে হবে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে। ওপেনার তামিম ইকবাল এখনও চোট সারিয়ে তুলতে পারেননি। টুকটাক এসব চোট সমস্যা মাথায় নিয়েই সাজানো হচ্ছে বিশ্বকাপ স্কোয়াড বলে জানান আকরাম, ‘দলের ব্যাপারটা তো নির্বাচকরা দেখবে। এরপর মাননীয় বোর্ড প্রেসিডেন্ট অনুমোদন দিবেন। আর ইনজুরির যে ব্যপারগুলো আছে সেসব নিয়ে ফিজিওরা কাজ করছে। যদি তামিম ফিট হয়ে যায় তাহলে অবশ্যই খেলবে। ও তো পরীক্ষিত এখন ক্রিকেটার। ওর ঠিক হওয়াটাই তো আমাদের জন্য উপকারের।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিসিবি

৩ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ