Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

১৫ আগস্টের হত্যাকান্ড ছিল পৃথিবীর নিষ্ঠুরতম হত্যাকান্ড - জাহাঙ্গীর কবির নানক

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ৫:২৯ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আজ থেকে ৪৬ বছর আগে ৭৫ সালের ১৫ আগষ্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের কে পৃথিবীর নিষ্ঠুরতম হত্যা কান্ড ঘটেছিল।১৫ আগস্টের হত্যাকান্ড ছিল পৃথিবীর নিস্ঠুরতম হত্যাকান্ড। এই হত্যা কান্ডে খন্দকার মোশতাক এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর গুপ্তচর জেনারেল জিয়াউর রহমান, ডালিম, নূর, রাশেদরা জড়িত ছিল। বঙ্গবন্ধুকে হত্যা করে তারা রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব নিয়েছিল। ১৫ আগস্টের হত্যাকাণ্ডের ঘটনা কোন সেনা বিদ্রোহ ছিল না মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তি আর পাকিস্তানি গোয়েন্দা সংস্থার আইএসআইয়ের মদদে এদেশীয় কিছু খুনিদের ভাড়া করে হত্যাকাণ্ড চালিয়েছিল বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গের উপর। কাজেই জেনারেল জিয়া পর্দার আড়ালে থেকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এটি দিবালোকের মতো সত্য।

ভোলা জেলার লালমোহনে ১৮ আগষ্ট ২০২১ ইং বুধবার সকাল ১১ টায় বাংলাদেশ আওয়ামী লীগ লালমোহন উপজেলা শাখা, পৌরসভা শাখা ও সকল অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ অডিটরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ শেষে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল (টেলিকনফারেন্স) বক্তব্য এসব কথা বলেন জাহাঙ্গীর কবির নানক।
তিনি আরও বলেন, ভোলা - ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন আওয়ামীলীগের পরিক্ষিত সৈনিক,রাজপথের সহযোধ্বা।
লালমোহন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের সহসভাপতি আবদুল মালেক, মোখলেছুর রহমান হাওলাদার, দিদারুল ইসলাম অরুন, আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভার সভাপতি এমপি শাওন বলেন, আওয়ামীলীগ যারা করেন তাদের প্রত্যেককে বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারন করতে হবে। বঙ্গবন্ধুকে হৃদয়ে লালল করতে হবে। শেখ হাসিনার আদর্শ মেনে সকলকে চলতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ