Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রথম উইম্বলডন শিরোপা বার্টির

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২১, ১১:৪২ পিএম

উইম্বলডন পেল নতুন রানি। ক্যারোলিনা প্লিসকোভাকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো উইম্বলডন শিরোপা জিতলেন অ্যাশলে বার্টি। ৪১ বছরের মধ্যে প্রথম অস্ট্রেলিয়ান নারী হিসেবে এই শিরোপা তার।

শনিবার সেন্টার কোর্টে চেক প্রজাতন্ত্রের প্লিসকোভার বিপক্ষে ১ ঘণ্টা ৫৬ মিনিটের লড়াই ৬-৩, ৬-৭ (৪-৭), ৬-৩ সেটে জিতেন বার্টি।

২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেন জেতা ২৫ বছর বয়সী এ তারকার এটি দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব।

বার্টি যাকে আইডল মানেন, সেই ইভন গোলাগং কাওলি ৪১ বছর আগে সর্বশেষ অজি নারী হিসেবে এই শিরোপা জিতেছিলেন। নিজের দুই উইম্বলডন শিরোপার শেষটি তিনি জিতেছিলেন ১৯৮০ সালে।

২০১২ সালের পর এই প্রথম উইম্বলডনে মেয়েদের সিঙ্গলস ফাইনালের ফয়সালা হলো তৃতীয় সেটে। গত ১৫ বছরে যা এই নিয়ে দ্বিতীয়বার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেনিস

১৮ অক্টোবর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ