প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত কিছু দিন ধরে নানা রকম আলোচনা-সমালোচনা হচ্ছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণিকে নিয়ে। ইতিবাচক-নেতিবাচক দু’ধরনের মন্তব্যই কপালে জুটেছে এই নায়িকার। এবার তাকে সাহসী ও স্ট্রাগল করা মেয়ে উল্লেখ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন লেখিকা তসলিমা নাসরিন।
লেখিকা তার স্ট্যাটাসে লিখেছেন, ‘শিং মাছের মতো দেখছি প্রতিদিন লাফিয়ে লাফিয়ে উঠছে বাংলাদেশের নায়িকা পরীমণির বিরুদ্ধে কুৎসিত সব গালাগালি। কোনও মেয়ের বিরুদ্ধে যখন লোকেরা ক্ষেপে ওঠে, তাকে দশদিক থেকে হামলা করতে থাকে, এমন উন্মত্ত হয়ে ওঠে যেন নাগালে পেলে তাকে ছিঁড়ে ফেলবে, ছুঁড়ে ফেলবে, পুড়িয়ে ফেলবে, পুঁতে ফেলবে, ধর্ষণ করবে, খুন করবে, কুচি কুচি করে কেটে কোথাও ভাসিয়ে দেবে, তখন আমার ধারণা হয় মেয়েটি নিশ্চয়ই খুব ভালো মেয়ে, সৎ মেয়ে, সাহসী মেয়ে, সোজা কথার মেয়ে। আমার নিজের জীবনের অভিজ্ঞতা এটাই বলে।’
‘বাংলাদেশের সিনেমা আমি দেখি না। পরীমণির নামও আগে শুনিনি। তবে তাকে আমি দূর থেকে আমার শ্রদ্ধা আর ভালোবাসা জানাচ্ছি। সব মেয়ে স্ট্রাগল করে না, কিছু মেয়ে করে।’ উল্লেখ করে তসলিমা লিখেছেন: ‘কিছু মেয়ে স্ট্রাগল করে সব মেয়ের জন্য যুগে যুগে বেটার পরিস্থিতি আনে। এই স্ট্রাগল করা কিছু মেয়েই একেকটা মাইলফলক।’
উল্লেখ্য, গত ৮ জুন পরীমণি ঢাকা বোট ক্লাবে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদসহ কয়েকজনের বিরুদ্ধে তাকে ধর্ষণচেষ্টা এবং হত্যাচেষ্টার অভিযোগ করেন। এরপর ১৩ জুন সেটা প্রকাশ্যে আনেন। ১৪ জুন তিনি সাভার থানায় মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে সেদিনই প্রধান অভিযুক্ত নাসির, তুহিনসহ পাঁচজনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। কদিন আগেই নাসির ইউ আহমেদ জামিনে মুক্তি পেয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।