Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কে উৎপাদিত টিকা প্রয়োগ হবে এ বছরের শেষ দিকে : এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২১, ১২:০১ এএম

করোনা সংক্রমণ প্রতিরোধে কোভিড-১৯ টিকা উৎপাদন করছে তুরস্ক। এ বিষয়ে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, তুরস্ক উৎপাদিত করোনার টিকা উৎপাদনের শেষ পর্যায়ে আছে। চলতি বছরের শেষ দিকে এটি প্রয়োগ করা যাবে। স্থানীয় সময় মঙ্গলবার এক বক্তৃতায় তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমি একটি সুসংবাদ দিতে চাই, সেটি হচ্ছেÑ তুরস্কের উৎপাদিত করোনার ভ্যাকসিন আমাদের জনগণের পাশাপাশি সারা বিশ্বের মানুষ ব্যবহার করতে পারবেন। এরদোগান বলেন, মহামারি আমাদের অর্থনীতিকে বিধ্বস্ত করেছে, সেই সঙ্গে সম্ভাবনার দুয়ারও খুলে দিয়েছে। করোনাকালে তুরস্ক স্বাস্থ্যসেবায় গুরুত্ব দেওয়ার পাশাপাশি উৎপাদন, জননিরাপত্তা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তায় জোর দিয়েছে বলেও জানান দেশটির প্রেসিডেন্ট। এর আগের দিন এরদোগান জানান, তুরস্ক সর্বোতভাবে লকডাউন তুলে নিতে যাচ্ছে। রাতের কারফিউ ও সপ্তাহের নির্দিষ্ট দিনে লকডাউন ১ জুলাই থেকে আর থাকছে না দেশটিতে। ‘১ জুলাই থেকে তুরস্কে কোনো লকডাউন থাকবে না। ভ্রমণ নিষেধাজ্ঞা ও কর্মঘণ্টার সীমাবদ্ধতাও তুলে নেওয়া হবে’-আঙ্কারা থেকে টেলিভিশন ভাষণে বলেন এরদোগান। ডেইলি সাবাহ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরদোগান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ