Inqilab Logo

মঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯, ০৫ রমজান ১৪৪৪ হিজরী

উত্তর কোরিয়ার বিরুদ্ধে একাট্টা হচ্ছে চীন-যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ার পঞ্চম পারমাণবিক পরীক্ষার পর দেশটির বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সহযোগিতা বাড়াতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “উভয় দেশের নেতারা ৯ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার চালানো পরমাণু পরীক্ষার নিন্দা জানিয়েছে। তারা কোরীয় উপদ্বীপে পরমাণু প্রকল্প বন্ধ করার লক্ষ্যে পরস্পরের প্রতি সহযোগিতার হাত আরও শক্তিশালী করার প্রতিজ্ঞা করেছে। সেই সঙ্গে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের শক্তি বৃদ্ধি এবং উত্তর কোরিয়ায় আইন প্রতিষ্ঠায় সহযোগিতার বিষয়েও একমত হয়েছে।” আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার সবচেয়ে শক্তিশালী মিত্র চীন। একই সঙ্গে দেশটির সবচেয়ে বড় বাণিজ্য অংশীদারও। গত কয়েকমাসে উত্তর কোরিয়া ক্রমাগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক অঙ্গনকে উদ্বিগ্ন করে তুলেছিল। সর্বশেষ পঞ্চমবারের মত পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর পর দেশটির ওপর নতুন করে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। চীনও উত্তর কোরিয়ার এ কা-ের নিন্দা জানিয়েছে। যদিও চীনা কর্মকর্তাদের বিশ্বাস, নতুন করে নিষেধাজ্ঞা আরোপ এ সমস্যার সমাধান নয়, বরং তারা উত্তর কোরিয়াকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে আছেন চীনের প্রধানমন্ত্রী লি খাখিয়াং। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্তর কোরিয়ার বিরুদ্ধে একাট্টা হচ্ছে চীন-যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ