Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় তালিকায় তুরস্কের ২১টি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২১, ১২:০৩ এএম

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্থান পেয়েছে তুরস্কের ২১ শিক্ষাপ্রতিষ্ঠান। দ্যা কিউসি (কোয়াককোয়ারেল্লি সাইমনডস) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং তাদের এ মর্যাদাপূর্ণ তালিকায় বিশ্বের সেরা তের শ’ বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করেছে। এদের মধ্যে নয়টি তুর্কি শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্বের সেরা এক হজার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্থান পেয়েছে। দ্যা ইউনিভার্সিটি অব কচ, সাবানচি ইউনিভার্সিটি আর মিডল ইস্ট টেকনিকাল ইউনিভার্সিটি (মেটু) বা প্রাচ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তালিকার সবচেয়ে ওপরের দিকে আছে। বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় দ্যা ইউনিভার্সিটি অব কচকে ৫১১ থেকে ৫২০তমের মধ্যে স্থান দেয়া হয়েছে। সাবানচি ইউনিভার্সিটিকে রাখা হয়েছে ৫৪১ থেকে ৫৫০ তমের মধ্যে আর মেটু বা প্রাচ্যপ্রাচ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে রাখা হয়েছে ৫৫১ থেকে ৫৬০ তমের মধ্যে। তুরস্কের এ সেরা তিন বিশ্ববিদ্যালয়ের পর আছে বিলকেন্ট ইউনিভার্সিটি, বোগাজিচি ইউনিভার্সিটি, ইস্তাম্বুল টেকনিক্যাল ইউনিভার্সিটি, আঙ্কারা ইউনিভার্সিটি, হাচিটেপে ইউনিভার্সিটি ও ইস্তাম্বুল ইউনিভার্সিটি। এ বিশ্ববিদ্যালয়গুলো তুরস্কের সেরা নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় আরো স্থান পেয়েছে তুরস্কের আনাদোলু ইউনিভার্সিটি, এজি ইউনিভার্সিটি, গাজী ইউনিভার্সিটি, ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি, ইস্তাম্বুল বিলজি ইউনিভার্সিটি, ইজমির ইন্সটিটিউট অব টেকনোলজি, আকজেনডিজ ইউনিভার্সিটি, চুকুরোভা ইউনিভার্সিটি, দোকুজ আয়লুল ইউনিভার্সিটি, মারমারা ইউনিভার্সিটি, সাকারিয়া ইউনিভার্সিটি ও ইলদিজ টেকনিক্যাল ইউনিভার্সিটি। দ্যা ম্যাস্যাচুয়েটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) টানা দশবারের মতো বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় বলে তালিকায় স্থান পেয়েছে। শীর্ষ পাঁচ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাকি চার বিশ্ববিদ্যালয়গুলো হলো অক্সফোর্ড ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি ও হার্ভাড ইউনিভার্সিটি। ইয়েনি সাফাক।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্ববিদ্যালয়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ