Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে ৩২ বছর পর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মে, ২০২১, ৬:৫৩ পিএম

কুড়িগ্রামের চিলমারীতে ৬ মাসের সাজা প্রাপ্ত পলাতক এক আসামিকে ৩২ বছর পর টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার ৭ কিঃমিঃ দূর থেকে গ্রেফতার করেছে কুড়িগ্রামের চিলমারী থানা পুলিশ। ওই পলাতক আসামি চিলমারী উপজেলার পুটিমারী কাজল ডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ খোরশেদ আলী মন্ডল (৫৬)।

পুলিশ জানায়, কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আল মাহমুদ হাসান এর নির্দেশনায় চিলমারী থানার একটি টিম শনিবার (২৯ মে) চিলমারী থানা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা করে টাঙ্গাইল মধুপুর থানা থেকে ০৭ কিলোমিটার দূরে অরন খোলা পুলিশ ফাঁড়ি এলাকা হতে ওই আসামিকে গ্রেফতার করে।

ওই আসামীর বিরুদ্ধে সিআর-৫৮/৮৭ (চিলমারী) ধারা: ৪০৬ পেনাল কোড এর বিচার শেষে গত ২০/১০/১৯৮৯ সালে বিজ্ঞ বিচারক মোঃ নুরুল ইসলাম আসামি মোঃ খোরশেদ আলী মন্ডলকে ৬ মাসে সশ্রম কারাদন্ড প্রদান করেন। উক্ত আসামী দীর্ঘদিন হতে পলাতক ছিল। প্রথমে তিনি চিলমারী থানা থেকে গাজীপুর জেলার ভোটমারী এলাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। পরে তিনি গাজীপুর বাইপাইল এলাকায় একটি রিকশার গ্যারেজ দিয়ে সেখানে সংসার পেতেছিলেন। এভাবে দীর্ঘদিন সেখানেই তিনি স্ত্রী সন্তানসহ আত্মগোপনে ছিলেন। পরে তিনি পেশা বদল করে টাঙ্গাইল জেলার মধুপুর থানার বেইড়বাধ ইউনিয়নে জলছত্র বাজারে চায়ের দোকান করিতেছিলেন। এমতাবস্থায় চিলমারী থানা পুলিশের একটি টিম তাহাকে গত রোববার (৩০ মে) গ্রেফতার করেন। বিধি মোতাবেক তাকে টাঙ্গাইল মধুপুর থানা হতে সোমবার (৩১ মে) সকালে চিলমারী থানায় নিয়ে আসার পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

চিলমারী মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম জানান, ৬ মাসের সাজা প্রাপ্ত পলাতক আসামিকে ৩২ বছর পর আমরা টাঙ্গাইল জেলা থেকে গ্রেফতার করেছি। সোমবার ওই আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



 

Show all comments
  • Kaji hamid ১ জুন, ২০২১, ২:৪৭ এএম says : 0
    Bangladesh police to raghob Boal dhorbena. Chunoputi Nia besto.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুড়িগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ