Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সহকর্মীদের অপমানের প্রতিবাদ নুসরাতের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২১, ১২:০২ এএম

পশ্চিমবঙ্গে এবার রেকর্ডসংখ্যক অভিনেতা অভিনেত্রী নির্বাচনে অংশ নিয়েছিলেন। এদের মধ্যে কেউ জয় উদযাপন করছেন, আবার অনেকে হেরে গিয়ে ঘরে ফিরেছেন। পরাজয়ের কাতারে রয়েছেন বিজেপি তারকাপ্রার্থী তনুশ্রী চক্রবর্তী, পায়েল সরকার এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তারকাদের এই পরাজয় মেনে নিতে পারছেন না বিজেপির অনেক নেতাকর্মী। তাদের টিকিট দেয়া নিয়েও চলছে সমালোচনা । এদিকে এই নায়িকাদের ‘নগরের নটী’ বলে সম্বোধন করে টুইট করেছেন বিজেপি নেতা তথাগত রায়। আর সেই টুইটের বিরুদ্ধে কড়া জবাব দিলেন অভিনেত্রী সংসদ সদস্য নুসরাত জাহান। তিনি বলেন, ‘আমি বরাবরই বলে এসেছি বিজেপি নারীর প্রধান শত্রæ। এই দল কখনোই নারীকে সম্মান করতে পারেনি, পারবেও না। মেয়েদের ওরা এ ভাবেই দেখে। তাদের যে সম্মান করা উচিত, সেই শিক্ষাটাই ওদের মধ্যে নেই। সেই জন্যই যোগী আদিত্যনাথ পশ্চিমবঙ্গে রোমিও স্কোয়াডের কথা বলতে পেরেছিলেন।’ তিনি আরো বলেন ‘বাংলার মানুষ জানে বিজেপি কেমন। নির্বাচনের ফলই তার প্রমাণ। যদিও প্রসঙ্গে তনুশ্রী, পায়েল এবং শ্রাবন্তী কোনো প্রতিক্রিয়া দিতে রাজি না হলেও এগিয়ে এলেন নুসরাত।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নুসরাত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ