Inqilab Logo

শুক্রবার , ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯, ১ রমজান ১৪৪৪ হিজিরী

ভারত থেকে বিশেষ ছাড়পত্রে ঢোকা ৬ শতাধিক যাত্রী যশোর ও বেনাপোলের ২৯টি হোটেলে কোয়ারেন্টাইনে

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২১, ২:২২ পিএম

ভারত থেকে ঢোকা ৬ শতাধিক যাত্রিকে যশোর ও বেনাপোলের ২৯টি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে ৭জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন ও সিভিল সার্জন দপ্তর সূত্রে জানা গেছে, গত ৩দিনে দুতাবাসের বিশেষ ছাড়পত্র নিয়ে তাদের ঢোকানো হয়। ভারতের করোনা ভ্যারিয়েন্ট যাতে বাংলাদেশে সংক্রমিত না হয় তার জন্য সীমান্তপথে যাতায়াত বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু ফেরত আসা যাত্রিরা ওপারে আটকা পড়লে তাদের ব্যাপারে অনুমতি দেয় দুতাবাস।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, বাংলাদেশি উপ-হাইকমিশনারের ছাড়পত্র থাকায় নিষেধাজ্ঞার পর থেকে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পর্যন্ত তিন দিনে ভারতে আটকে পডা ৬৮৯ জন বাংলাদেশি বেনাপোল স্থলপথ দিয়ে দেশে ফিরেছেন। বাংলাদেশ থেকে ভারতে গেছেন ১০৯ যাত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোয়ারেন্টাইন

৬ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ