Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

নাটোরে শিশু মুক্তি হত্যা মামলার ফাঁসির আসামি গ্রেফতার

প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের লালপুরে শিশু কন্যা মুক্তি হত্যা মামলার ফাঁসির দÐপ্রাপ্ত পলাতক আসামি শাহারুলকে রাজশাহীর বাঘা থেকে গ্রেফতার করেছে লালপুর থানার পুলিশ। পুলিশ জানায়, গত বৃহষ্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে রাজশাহীর বাঘা নতুন বাজার মসজিদ সংলগ্ন শাহারুলের নানা আস্কার আলীর বাড়ি থেকে গ্রেফতার করে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ জানান, গ্রেফতার করে শাহারুলকে লালপুর থানায় রাখা হয়।
শুক্রবার দুপুর ১২ টার দিকে তাকে নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল ইসলামের আদালতে পাঠানো হয়। মামলা সূত্রে জানান, ২০০৭ সালের ১১ নভেম্বর বিকেলে লালপুরের রঘুনাথপুর গ্রামের মকরম আলীর ৬ বছরের মেয়ে মুক্তিকে প্রতিবেশী আক্কেল আলীর ছেলে শাহারুল নিজবাড়িতে ডেকে নিয়ে একজোড়া সোনার কানের দুলের জন্য শাসরোধে হত্যা করে। পরে মুক্তির লাশ শাহারুলের নিজ ঘরের মেঝেতে পুঁতে রাখে।
এ ব্যাপারে মুক্তির বাবা মকরম আলী বাদী হয়ে লালপুর থানায় হত্যা মামলা দায়ের করে। চলতি বছরের ৯ মার্চ নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম শাহারুলকে মৃত্যুদÐ প্রদান করেন। আসামি শাহারুল জামিনে মুক্তি পেয়ে পলাতক ছিল। বিচারক পলাতক আসামিকে গ্রেফতারের পরোয়ানা জারী করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটোরে শিশু মুক্তি হত্যা মামলার ফাঁসির আসামি গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ