Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে সক্রিয় হয়ে উঠছে ৫ হাজার চামড়া সন্ত্রাসী

প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : কোরবানির ঈদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সক্রিয় হয়ে উঠছে প্রায় ৫ হাজার চামড়া সন্ত্রাসী। জোর জবর দখল করে যে কোন উপায়ে কোরবানির পশুর চামড়া নিজেদের দখলে নেয়ার প্রস্তুতি তারা নিচ্ছে।
পাড়া মহল্লায় অন্য কেউ যাতে ন্যয্যমূল্য দিয়ে চামড়া কিনতে না পারে সে বিষয়ে এখন থেকেই আগাম প্রস্তুতি শুরু করেছে তারা। ইতিমধ্যে কোন কোন মহল্লায় পেশী শক্তি প্রয়োগ করে নাম মাত্র মূল্যে পশুর চামড়া নিতে মহড়া শুরু করেছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এতিম মিসকিনের হক আত্মসাৎ করতে কোরবানির ঈদে প্রতিবছরই অঘটন ঘটে। তবে চামড়া সন্ত্রাসীদের ব্যাপারে পুলিশ জিরো টলারেন্সে থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
নারায়ণগঞ্জ জেলার ৩৯টি ইউনিয়নের ৩৬০টি ওয়ার্ড রয়েছে প্রতিটি ওয়ার্ডে অন্তত ১০জন করে চামড়া সন্ত্রাসী। কোরবানির পশুর চামড়া নাম মাত্র মূল্যে নিজেদের দখলে নেয়ার চেষ্টা করছে। এছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও ৫পৌর এলাকায় প্রায় সহ¯্রাধিক চামড়া সন্ত্রাসী এখন থেকেই প্রস্ততি শুরু করেছে কিভাবে ঈদে কোরবানির পশুর চামড়া নিজেদের দখলে নিতে পারে। অনেকে বাড়ি বাড়ি গিয়ে আগেই বলে আসছে চামড়া অন্য কোথায় যেন বিক্রি না করা হয়। পেশী শক্তি প্রয়োগের মাধ্যমে চামড়া ছিনিয়ে নেয়ার আশংকা করছে অনেকে।
প্রতিবছরই কোরবানির পশুর চামাড়া নিয়ে বিভিন্ন পাড়া মহল্লায় সংঘর্ষ ধাওয়া পালটা ধাওয়া ও খুনো খুনির ঘটনা ঘটে। ১৯৯৬ সনে ফতুল্লার চিতাশাল এলাকায় চামড়া নিয়ে হত্যাকান্ডে শিকার হন দেলোয়ার ও জসিম নামে দুইজন। ঐ সময় খালপাড় মসজিদের সামনে ঈদের দিন বিকেলে দেলোয়ারও জসিমকে হাত পা ও মাথা কেটে টুকরো টুকরো করে রাস্তায় ফেলে রাখা হয়। পশুর চামড়া দখল নিয়ে সে সময়কার শীর্ষ সন্ত্রাসী মেছের প্রকাশ্যে হত্যাকরে এদের। মেছের পরবর্তীতে ঢাকার মালিবাগে সন্ত্রাসীদের গুলিতে খুন হয়।এছাড়া ইতিপূর্বে সিদ্ধিরগঞ্জের গোদনাইল, ফতুল্লার মাসদাইর এবং বন্দরের লক্ষণখোলা এলাকায়ও বিগত দিনে কোরবানির চামড়া নিয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: ফারুক হোসেন সচেতন হওয়ার আহŸান জানিয়ে বলেন, কোরবানির পশুর চামাড়া নিয়ে কেউ যদি সন্ত্রাসমূলক কর্মকাÐের চেষ্টা করে তাহলে তাকে ছাড় দেয়া হবে না। এব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। তিনি আরো জানান, ঈদের দিন বিভিন্ন এলাকায় থাকবে পুলিশের একাধিক টিম। যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে কঠর ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারায়ণগঞ্জে সক্রিয় হয়ে উঠছে ৫ হাজার চামড়া সন্ত্রাসী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ