Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে র‌্যাব পরিচয়ে ছিনতাই

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২১, ১২:০০ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‌্যাব পরিচয়ে ইউপি চেয়ারম্যানের মাথায় পিস্তল ঠেকিয়ে ৭০ লাখ টাকার ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দুপরে উপজেলার ভুলতা ফ্লাইওভার এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

ইউপি চেয়ারম্যান গাজীউর রহমান জানান, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার পাহাড়িয়া কান্দি ইউনিয়নের চেয়ারম্যান। তিনি গত শুক্রবার সকালে ঢাকার বেইলীরোড থেকে ৭০ লাখ টাকা নিয়ে মাইক্রোবাসে করে নিজের এলাকায় যাচ্ছিলেন। তার গাড়িটি রূপগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সাদা রংয়ের মাইক্রোবাস গাজীউর রহমানের গাড়িটির গতিরোধ করেন। এসময় র‌্যাবের পোশাক পরিহিত অবস্থায় ৫ জন লোক পিস্তল, হকিস্টিক, হ্যান্ডকাপসহ চালক নওশাদকে গাড়ির ভেতরে ইয়াবা আছে বলে গ্লাস নামাতে বলেন। চালককে আসন থেকে নামিয়ে পেছনে নিয়ে বেঁধে রেখে ছিনতাইকারীরা গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ইউপি চেয়ারম্যান গাজীউর রহমান ডাকাত ডাকাত চিৎকার করতে থাকেন। চিৎকার করায় ছিনতাইকারীরা ইউপি চেয়ারম্যান গাজিউর রহমান ও তার ভাগিনা মতিউর রহমান ও কর্মচারী কাউসারকে হাত পা, চোখ মুখ বেঁধে ফেলে রাখে। পরে দুপুরে ছিনতাইকারীরা ভুলতায় এলাকায় পৌঁছালে ইউপি চেয়ারম্যাসহ তার সঙ্গে থাকা সবাইকে মারধর করে। এসময় ভুলতা ফ্লাইওভারের উপরে মাইক্রোবাসটি নিয়ে ইউপি চেয়ারম্যান গাজীউর রহমানের মাথায় পিস্তল ঠেকিয়ে নগদ ৭০ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে তাদের ভুলতায় এলাকায় ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় গত শুক্রবার রাতে ইউপি চেয়ারম্যান গাজীউর রহমান বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি মহসীনুল কাদির বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছিনতাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ