বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রবর্তক সংঘের ভূমি ব্যবহারের শর্ত ভঙ্গ করলে ইসকনের সঙ্গে চুক্তি বাতিল করা হবে বলে জানিয়ে দিয়েছেন প্রবর্তক সংঘ পরিচালনা কমিটির নেতারা। শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে প্রবর্তক সংঘ-বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
লিখিত বক্তব্যে প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী বলেন, আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির নির্মাণের জন্য ইসকন এর সঙ্গে ২০০৪ সালের ১ এপ্রিল চুক্তি হয়। প্রবর্তকের ভূমির প্রাতিষ্ঠানিক এবং সামাজিক উন্নয়নে আরও অধিক গুরুত্ব দিয়ে সম্পদের সদ্ব্যবহার করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য কারো খেয়ালবশত এ সম্পত্তি যথেচ্ছ ব্যবহারে আমরা অনুমতি দিতে পারি না। তিনি বলেন, প্রবর্তক কর্তৃপক্ষ মনে করেছিল ইসকন যথার্থ সততার সঙ্গে তাদের চুক্তির শর্তাদি পালন করবে। দীর্ঘসময় অতিবাহিত হওয়ার পর তাদের ভিন্নরূপ পরিলক্ষিত হয়। যা প্রবর্তক স্বার্থবিরোধী, সামাজিক ন্যায়নীতি বিরোধী এবং পেশিশক্তি প্রদর্শনের আধারস্বরূপ।
গত ১৪ মার্চ প্রবর্তকের তিনজন শ্রমিককে ইসকনের লোকজন মারধর করেছে জানিয়ে তিনি বলেন, এই ঘটনায় পাঁচলাইশ থানায় অভিযোগ না নেওয়ায় গত ১৬ মার্চ আদালতে মামলা দায়ের করা হয়। ইসকন কর্তৃপক্ষ বা তাদের মনোনীত কোন ব্যক্তি কোনোভাবেই প্রবর্তক সংঘের স্বার্থবিরোধী এবং সম্পত্তির নিরাপত্তা বিঘœ করার মতো কোনো কাজে লিপ্ত থাকতে পারবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংঘের সভাপতি এডভোকেট সুভাষ চন্দ্র লালা, সহ-সভাপতি প্রফেসর রনজিৎ কুমার দে, ট্রেজারার ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, সদস্য এডভোকেট স্বভূ প্রসাদ দত্ত, ইন্দু নন্দন দত্ত প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।