Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিকৃবিতে জয় পেয়েছে গণতান্ত্রিক শিক্ষক পরিষদ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৩৪ পিএম

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২১ । নির্বাচনে সভাপতি পদে প্রফেসর ড. মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে প্রফেসর ড. মোঃ বাশির উদ্দিন জয়লাভ করেন। সভাপতি ড. নজরুল ১৪৯ ভোট এবং সাধারণ সম্পাদক ড. বাশির পেয়েছেন ১৫০ ভোট। এছাড়া সহসভাপতি পদে প্রফেসর ড. মোতাহার হোসেন, কোষাধ্যক্ষ পদে ড. মোহাম্মদ এনামুল কবির, যুগ্ম সম্পাদক পদে প্রনজিত কুমার দাশ এবং সদস্য পদে প্রফেসর ড. পীযুষ কান্তি সরকার, প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড, প্রফেসর ড. সানজিদা পারভীন রিতু, পারসা সানজানা ও ঈশিতা দেব জয় পেয়েছেন। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা এবং নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মোঃ মোস্তফা সামছুজ্জামান ও প্রফেসর ড. মোজাম্মেল হক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিকৃবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ