Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামেয়া সুন্নিয়া মাদরাসা পরিদর্শন ভারতীয় হাই কমিশনারের

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

এশিয়াখ্যাত ঐতিহ্যবাহী জামেয়া আহমিদয়া সুন্নিয়া কামিল মাদরাসা পরিদর্শন করেছেন ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। গতকাল নগরীর ষোলশহরে জামেয়া ভবনের আইসিটি, মাল্টিমিডিয়া ক্লাশ, বিজ্ঞানাগার, লাইব্রেরী পরিদর্শন করেন তিনি। এরপর তিনি সেখানে জামেয়ার শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। প্রিন্সিপাল অফিসে আনজুমান ট্রাস্টের সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বক্তব্য রাখেন। এ সময় মাদরাসার প্রিন্সিপাল মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান, চট্টগ্রামের সহকারী হাই কমিশনার আনিন্দ ব্যানার্জি, ফাস্ট সেক্রেটারী সুভাশিষ সিনহা, নগর পুলিশের উপকমিশনার বিজয় বসাক, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, মুহাম্মদ মোছাহেব উদ্দিন বখতিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। 

রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ভারতও : ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, দ্রুত ও টেকসই প্রত্যাবাসন ভারতও চায়। মিয়ানমার থেকে আসা লাখ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে। এটা প্রশংসার দাবি রাখে। রোহিঙ্গাদের এখানে রাখার জন্য যে সুযোগ সুবিধা দেয়া হয়েছে তা চমৎকার। তাদের ফেরত যাওয়াসহ সবক্ষেত্রে ভারতের সহযোগিতা থাকবে। তাদের ফিরিয়ে নেয়া বাংলাদেশের সমাজ ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ভারত ও বাংলাদেশের অবস্থানের মধ্যে কোন পার্থক্য নেই বলেও মন্তব্য করেন তিনি। গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সীমান্তে হত্যা নিয়ে এক প্রশ্নের জবাবে বিক্রম দোরাইস্বামী বলেন, সীমান্তে অবৈধ অর্থনৈতিক কর্মকান্ডের কারণে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। এসব ঘটনার ৯৫ শতাংশ ঘটে ভারতের সীমান্ত এলাকায়। ৮৭ শতাংশ দুর্ঘটনা ঘটে রাত দশটার পরে। এসময় অবৈধ অনুপ্রবেশও ঘটে। এসব ঘটনা বন্ধে সীমান্তে বৈধ অর্থনৈতিক কর্মকান্ডের উদ্যোগ নেয়া দরকার বলে মন্তব্য করেন তিনি। এ সময় প্রেসক্লাব সভাপতি আলী আব্বাসসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতীয়-হাইকমিশনার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ