রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কিশোরগঞ্জের হাওরের অলওয়েদার সড়ক নির্মাণের দুই বছরেই বেহাল শিরোনামে গত ৬ ডিসেম্বর দৈনিক ইনকিলাবের ৯পৃষ্ঠায় সচিত্র সংবাদ প্রকাশিত হলে কর্তৃপক্ষের টনক নড়ে। সংবাদটি এলজিইডির সদর দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ) বিপুল চন্দ্র বনিকের নজরে পড়লে তিনি এলজিইডির কিশোরগঞ্জ নির্বাহী প্রকৌশলী মো. আমিনুর রহমানকে সংবাদটির বিস্তারিত প্রতিবেদনসহ মতামত প্রদানের জন্য অনুরোধ জানান। সে প্রেক্ষিতে নির্বাহী প্রকৌশলী সরেজমিন গমণ করে সড়কের ঝুঁকিপুর্ণ অংশগুলি জরুরি ভিত্তিতে মেরামত এবং অবশিষ্ঠ অংশের সংস্কার কাজ বাস্তবায়নের জন্য প্রাক্কলন করার নির্দেশ দেন অষ্টগ্রাম উপজেলা প্রকৌশলীকে। নির্দেশনা মোতাবেক সংশ্লিষ্ট প্রকৌশলী সড়কের ঝুঁকিপুর্ণ অংশগুলি দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করে তোলেন। এতে এলাকাবাসীর যান চলাচলের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে।
দৈনিক ইনকিলাব পত্রিকায় হাওরের অলওয়েদার সড়ক অচলাবস্থার সচিত্র সংবাদ প্রকাশ করায় পত্রিকাকে এবং এলজিইডির সংশ্লিষ্ট সকলকেই দ্রুত গতিতে ঝুঁকিপুর্ণ ব্রিজের সংস্কার কাজ করার জন্য এলাকাবাসী আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।