Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত তুরস্কের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে তুরস্ক। আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে রবিবার নিজ দেশের এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। টুইটারে দেওয়া এক পোস্টে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনি ভাই-বোনদের প্রতি আমাদের আন্তরিক সমর্থন রয়েছে। আমরা সব সময় ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সমর্থন দিয়ে যাবো।’ তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক এক বিবৃতিতেও ফিলিস্তিনের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। ১৯৮৭ সালের ২৯ নভেম্বর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় একটি প্রস্তাব পাস করে জাতিসংঘ। এরপর থেকে দিনটি আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিন ও ইসরাইল- আলাদা দুইটি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়। তবে যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বলপূর্বক একের পর ফিলিস্তিনি ভূখন্ড দখল করে নিচ্ছে ইসরাইলি বাহিনী। সাম্প্রতিক বছরগুলোতে এ ইস্যুতে জোরালো ভূমিকা নিয়েছে তুরস্ক। জাতিসংঘে দেওয়া ভাষণে ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। আনাদোলু এজেন্সি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমর্থন-পুনর্ব্যক্ত-তুরস্কের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ