মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এবং ফাইজার ইচ্ছাকৃতভাবেই তাদের কোভিড-১৯ টিকার সফলতার ঘোষণা দিতে দেরি করেছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে টিকার খবর জানালে তা রিপাবলিকানদের সুবিধা করে দিতে পারে, এই ভয়ে এফডিএ এই ইচ্ছাকৃত দেরি করেছে বলেও সন্দেহ তার। “ডেমোক্র্যাটরা চায়নি ভোটের আগে আমি ভ্যাকসিনের সুবিধা পাই। তাই ৫ দিন পর এই খবর দেওয়া হল। যা আমি আগে থেকেই বলে আসছি,” সোমবার এক টুইটে তিনি এমনটাই বলেছেন বলে জানিয়েছে দ্য হিন্দু। ট্রাম্পের টুইটের কয়েক ঘণ্টা আগে সোমবারই যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার প্রাথমিক ম‚ল্যায়নে তাদের টিকা ৯০ ভাগেরও বেশি কার্যকর প্রমাণিত হয়েছে বলে দাবি করেছে। ফাইজার জার্মানির বায়োএনটেকের সঙ্গে মিলে টিকাটির চ‚ড়ান্ত পরীক্ষা চালাচ্ছে; তার মধ্যেই এই সুখবর এসেছে। “যদি জো বাইডেন প্রেসিডেন্ট থাকতেন তাহলে আপনারা আগামী ৪ বছরেও এই ভ্যাকসিন পেতেন না; এফডিএ-ও এত দ্রæত এর অনুমোদন দিত না। আমলাতন্ত্র হয়তো লাখ লাখ লোকের জীবন ধ্বংস করে দিত,” অভিযোগ ট্রাম্পের। কোভিড-১৯ টিকা আনার জন্য গবেষণা এবং দ্রæতগতিতে সেটির অনুমোদন দিতে আমলাতান্ত্রিক নানান বাধা অপসারণে কাজ করছেন বলে ট্রাম্প আগেও দাবি করেছিলেন। “অনেক দিন ধরেই আমি বলে আসছিলাম, ফাইজার এবং অন্যরা নির্বাচনের পরেই টিকার ঘোষণা দেবে; কেননা তার আগে এই ঘোষণা দেওয়ার সাহস নেই তাদের। যুক্তরাষ্ট্রের এফডিএ-র আরও আগেই এ ঘোষণা দেওয়া উচিত ছিল। রয়টার্স, দ্য হিন্দু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।