Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

চিঠিপত্র

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করুন

| প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

বাংলাদেশের আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি। প্রতিবছরই জনসংখ্যা বেড়েই চলেছে। অতিরিক্ত জনসংখ্যার কারণে সৃষ্ট সমস্যাগুলো জনসম্মুখে তুলে ধরার জন্য প্রতিবছর ১১ জুলাই বাংলাদেশসহ বিশ্বের সকল দেশেই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। মূলত ১৯৮৭ সালের ১১ জুলাই বিশ্বের জনসংখ্যা ৫০০ কোটিতে উন্নীত হয়। আর এই কারণেই প্রতিবছর এই দিনটিকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায়, স¤প্রতি দেশের মানুষের প্রতাাশিত আয়ুষ্কাল বেড়ে হয়েছে ৭২.৬ বছর। এর মধ্যে পুরুষের গড় আয়ুষ্কাল ৭১.১ বছর এবং মহিলার ৭৪.২ বছর। এভাবে জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হলো, বাল্যবিবাহ,দারিদ্র্যতা, জন্ম নিয়ন্ত্রণে অজ্ঞতা ইত্যাদি। অতিরিক্ত জনসংখ্যার কারণেই বেকারত্বের হার প্রতিনিয়ত বেড়েই চলেছে। তবে বিভিন্ন দেশে তাদের উন্নয়নের মাধ্যম হিসেবে জনসংখ্যাকে বেছে নিয়েছে। তারা তাদের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করেই বর্তমানে উন্নতির শিখরে আরোহণের প্রচেষ্টা চালাচ্ছে। আমরা আমাদের অতিরিক্ত জনসংখ্যাকে যদি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে জনশক্তিতে রূপান্তর করতে পারি তবে বাংলাদেশ একসময় উন্নতির শিখরে আরোহণ করতে পারবে। অতএব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে।

ইসরাত জাহান
শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিঠিপত্র

২৪ জানুয়ারি, ২০২২
১৪ অক্টোবর, ২০২১
২৬ ফেব্রুয়ারি, ২০২১
২৮ জানুয়ারি, ২০২১
২৪ জানুয়ারি, ২০২১
১০ জানুয়ারি, ২০২১
২ জানুয়ারি, ২০২১
২০ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন