রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুরে মোটরসাইকেল চোর দলের সদস্য সিয়াম তালুকদার (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে শহরের মুন্সিপাড়া থেকে তাকে আটক করা হয়। সিয়াম শহরের মুন্সিপাড়া খেজুরবাগ এলাকার সেলিম রেজার পুত্র। জানা যায়, ওই রাতে একটি পালসার মোটরসাইকেলে সিয়াম ও তার বন্ধু সাকিব রেজা বিপু (২২) দ্রুতগতিতে শহরের পাঁচমাথা মোড় অতিক্রম করছিল। এ সময় সৈয়দপুর গোলাহাট পুলিশ ফাঁড়ির এটিএসআই তোফায়েল আহমেদ তাদেরকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয়। পুলিশের সিগন্যাল উপেক্ষা করে মোটরসাইকেল চোরের সদস্যরা সটকে পড়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে মুন্সিপাড়া পর্যন্ত ধাওয়া করে তাদের আটক করে। এ সময় মোরসাইকেল আরোহী বিপু পালিয়ে গেলেও মোটরসাইকেলসহ সিয়ামকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক চোরাই মটরসাইকেলের সিটের নীচ থেকে বিশেষ কায়দায় রাখা ১৮ ইঞ্চি লম্বা একটি চাপাতি উদ্ধার করে পুলিশ। পলাতক বিপু সৈয়দপুর মহিলা কলেজ এলাকার মোতালেব হোসেনের পুত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি মামলা হয়েছে এবং আটক মটরসাইকেল চোরের সদস্য সিয়ামকে জেলহাজতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।