Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীতে অনুমোদনহীন এলপি গ্যাস সিলিন্ডার ডিলারের গোডাউন বন্ধ করে দিয়েছেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২০, ৭:২৫ পিএম

পটুয়াখালী শহরে লাইসেন্স বিহীনভাবে বিভিন্ন দোকানে এলপি গ্যাসের খুচরা বিক্রয় বন্ধে আজ মাঠে নামেন পটুয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শিহাব উদ্দীন। পটুয়াখালী শহরের হেতালিয়া বাধঘাট এলাকায় নেছা এন্টারপ্রাইজ ও স্বনির্ভর সড়কের হাজি এন্ড ব্যাপারী ডিলারের লাইসেন্স না থাকায় তাদের সিলিন্ডারের গোডাউন বন্ধ করে দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শিহাব উদ্দীন। এছাড়াও তিনি শহরের কয়েকটি জনবহুল পয়েন্টে বিষ্ফোরক অধিদপ্তরের লাইসেন্স বিহীন ১০টির বেশি এলপি গ্যাস সিলিন্ডার ঝুকিপূর্ণ অবস্থায় খুচরা বিক্রয় করছেন এমন দোকানীদের ০৭ দিনের মধ্যে দোকান সরিয়ে নেবার জন্য নির্দেশ করেন।
উল্লেখ্য পটুয়াখালী জেলায় যত্রতত্র মুদি দোকান থেকে শুরু করে সেলুনেও খুচরা এলপি গ্যাস সিলিন্ডার বিক্রয় হচ্ছে। এতে জননিরাপত্তা ব্যাপক হুমকির মধ্যে পড়েছে। এমন অভিযান যেন নিয়মিত পরিচালনা করা হয় তেমনটাই দাবী সাধারণ জনগণের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ